Howrah: নর্দমা থেকে বেরিয়ে ছিল হাত! হাওড়ার রাস্তায় খুনের অভিযোগ

গঙ্গার ওপারে মহানগরী কলকাতার রাজপথে পরপর খুনের ঘটনা ঘটে যাচ্ছে। প্রকাশ্যে ছুরি মেরে এই ধরণের খুনের জেরে তীব্র চাঞ্চল্য। সোমবারও একইভাবে কলকাতা যখন বৃদ্ধকে খুনের…

Murder in howrah

গঙ্গার ওপারে মহানগরী কলকাতার রাজপথে পরপর খুনের ঘটনা ঘটে যাচ্ছে। প্রকাশ্যে ছুরি মেরে এই ধরণের খুনের জেরে তীব্র চাঞ্চল্য। সোমবারও একইভাবে কলকাতা যখন বৃদ্ধকে খুনের ঘটনায় শিহরিত তখন গঙ্গার অন্য পারে হাওড়াতেও(Howrah) মিলল ব্যক্তির দেহ। ঘুসুড়িতে রাস্তার ধারে নর্দমা থেকে হাত বেরিয়ে আছে এমন দৃশ্যে স্থানীয়রা আতঙ্কিত।

নর্দমা থেকে উদ্ধার হল বৃদ্ধের দেহ। হাওড়ার ঘুসুড়ির এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে নর্দমায় এল দেহ, খুন নাকি অন্য কিছু তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, টোটো চালকরা যখন ঘুসুড়ির গিরিশ ঘোষ রোড দিয়ে যাচ্ছিলেন সেখানে শ্যাম মন্দিরের কাছে নর্দমার স্ল্যাবের কাছ থেকে কোন মানুষের হাত দেখতে পান। টোটো চালকরা তা দেখে রীতিমতন আতঙ্কিত হয়ে পড়ে। টোটো চালকদের চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। অবশেষে পুলিশকে খবর দেওয়া হয়।

Advertisements

ঘটনাস্থলে পৌঁছে মালিপাঁচঘড়া থানার পুলিশ ছোট্ট স্ল্যাবের ভিতর থেকে দেহটিকে উদ্ধার করে। ওই মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে কে বা কারা এই খুন করেছে কিংবা করা এই স্ল্যাব তুলে নর্দমার ভিতরে দেহটিকে ঢুকিয়ে দিয়ে গেল তা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

তবে এখনও পর্যন্ত ওই মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। আশেপাশের সমস্ত থানায় ওই ব্যক্তির ছবি পাঠানো হয়েছে। কোথাও কোন মিসিং ডায়েরি হয়েছে কিনা তা খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে খুন করে একটি ছোট নর্দমায় ঢুকিয়ে দিয়ে স্ল্যাব চাপা দিয়ে তারা দেহটিকে আড়াল করার চেষ্টা করেছে তা স্পষ্ট। তবে এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। কে বা কারা ঘটনাস্থলে দেহটিকে এনেছে। অন্য কোন জায়গায় খুন করে দেহটিকে এখানে রাখা হল কিনা, সমস্ত কিছু খতিয়ে দেখছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।