কলকাতা: বৃষ্টির দাপটে নাজেহাল বাংলা। গত কয়েক দিনের একটানা বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট, ট্র্যাফিক জ্যাম, অফিসমুখো মানুষের ভোগান্তি-সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এই অবস্থায় একটাই প্রশ্ন ঘুরছে সকলের মনে কবে মিলবে বৃষ্টির থেকে স্বস্তি?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে নিম্নচাপ এখন ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। যদিও এর প্রভাব এখনও দক্ষিণবঙ্গে রয়ে গিয়েছে, ফলে এখনই মিলছে না বিরতি।
দক্ষিণবঙ্গে এখনই থামছে না বৃষ্টি
আজ, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও থাকছে।
কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল, ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।
কবে মিলবে স্বস্তি? West Bengal monsoon update
আবহাওয়াবিদদের মতে, আগামী সোমবার (১৫ জুলাই) পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়ার খুব একটা উন্নতি নেই। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি চলবে। সামান্য পরিবর্তনের ইঙ্গিত মিলছে ১৪ জুলাইয়ের পর থেকে।
উত্তরবঙ্গেও দুর্যোগ
শুধু দক্ষিণই নয়, বৃষ্টি ঝড় তুলেছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হাওয়া। অন্তত রবিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে।
পরিস্থিতি যতই কষ্টকর হোক, এই মুহূর্তে ধৈর্যই একমাত্র উপায়। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। আবহাওয়ার উন্নতির জন্য তাকিয়ে থাকতে হবে ১৪ জুলাইয়ের পরের দিকে।