দুই ঘূর্ণাবর্তে জোড়া ধাক্কা! তার জেরেই রাজ্যে ফিরেছে বর্ষার আভাস। উত্তর বাংলাদেশ ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া দুটি চক্রবৎ ঘূর্ণাবর্ত এখন বাংলার আকাশে মেঘের ঘনঘটা তৈরি করেছে। বাতাসে জলীয় বাষ্পও বেশ প্রচুর। এর ফলেই বুধবার থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টির খেলা। কোথাও টিপটিপ, কোথাও ঝমঝমিয়ে। আজ, বৃহস্পতিবারও বেশ কিছু জায়গায় চলবে বৃষ্টিপাত।
কবে কোথায় বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ২২ ও ২৩ মে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বাকি জেলাগুলিতেও থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ২৪ মে বৃষ্টি নামবে দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা ও মেদিনীপুরে। আবার ২৫ মে বৃষ্টি ফিরবে বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গ জুড়েই এই সময় চলবে ছিটেফোঁটা বৃষ্টির প্রবণতা।
যদিও ২০ থেকে ২৫ মে পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। কিন্তু এরপর ২৬ মে থেকে ফের ঘনিয়ে আসবে মেঘ। বাড়বে বৃষ্টির পরিমাণ। যার ফলে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি মিলবে রাজ্যবাসীর।
উত্তরবঙ্গে কমলা সতর্কতা West Bengal Monsoon Forecast
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ মে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় জারি হয়েছে কমলা সতর্কতা।
এবার বর্ষা কবে ঢুকবে? West Bengal Monsoon Forecast
সাধারণভাবে আন্দামান-নিকোবর হয়ে বর্ষা ঢোকে কেরলে, তারপরই আসে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ৮ জুন, দক্ষিণবঙ্গে আসে ১০ জুনের পর। তবে এবছর বর্ষা আন্দামানে সময়ের আগেই ঢুকে পড়েছে। তাই সব অনুকূল থাকলে বাংলাতেও আগেভাগেই আসতে পারে বর্ষা—এমনটাই ইঙ্গিত আবহাওয়া দফতরের।
আপাতত বৃষ্টি-ভেজা দিনে একটু স্বস্তি, তবে সঙ্গে রইল সতর্কতার বার্তাও।
West Bengal: Double cyclones bring monsoon hints to West Bengal. Heavy rain expected in Birbhum, Murshidabad, Nadia (May 22-23) & South 24 Parganas, North 24 Parganas, Medinipur (May 24). North Bengal under Orange Alert for thunderstorms. Get the latest rain updates & monsoon arrival predictions!