রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার নবান্নে (Nabanna) চালু হচ্ছে একটি আধুনিক ডিজিটাল কন্ট্রোল রুম, যা থেকে গোটা রাজ্যের সিসিটিভি ক্যামেরা নজরদারি সম্ভব হবে। শুধু কলকাতা নয়, রাজ্যের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে নজর রাখতে এই পদক্ষেপ প্রশাসনের। মনে করা হচ্ছে, বিরোধীদের লাগাতার অভিযোগের জবাব দিতেই এই ডিজিটাল নজরদারির ব্যবস্থা নিয়েছে নবান্ন।
সূত্রের খবর, রাজ্য সরকারের প্রশাসনিক সদর দফতর নবান্নের তিনতলায় এই ডিজিটাল কন্ট্রোল রুমটি গড়ে তোলা হয়েছে। এই কন্ট্রোল রুমটি এডিজি (ADG) আইনশৃঙ্খলা-র অধীনস্থ থাকবে। এখানে কর্মরত থাকবেন একজন সাব-ইন্সপেক্টর, দু’জন এএসআই (ASI) এবং ছয়জন কনস্টেবল। মোট ৯ জন পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে কন্ট্রোল রুমটি দিনে ২৪ ঘণ্টা, তিনটি ভাগে শিফট অনুযায়ী কাজ করবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই কয়েক হাজার CCTV ক্যামেরার ফিড এই কন্ট্রোল রুমে একত্রিত করা হয়েছে। কলকাতা পুলিশের কন্ট্রোল রুমের মতো এখান থেকেও রাজ্যের বিভিন্ন জেলা ও শহরের সিসিটিভি ফুটেজ লাইভ দেখা যাবে। ফলে যে কোনও সময়, যে কোনও জায়গার পরিস্থিতি সরাসরি নজরদারি করা যাবে।
মাস কয়েক আগেই নবান্নে একটি পৃথক CCTV মনিটরিং রুম তৈরি হয়েছিল, যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকার লাইভ ছবি দেখা যেত। তবে তা ছিল সীমিত। এবার সেটিকেই আরও বড় পরিসরে রূপান্তরিত করা হল ডিজিটাল কন্ট্রোল রুমে। সেই পুরনো ইউনিটের সঙ্গে এবার সংযুক্ত করা হয়েছে ডিজি কন্ট্রোল রুম, যার মাধ্যমে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা সরাসরি রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।
নবান্নের এই নতুন উদ্যোগের মাধ্যমে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে। প্রয়োজনে দ্রুত পুলিশ মোতায়েনের সিদ্ধান্তও নেওয়া যাবে এই কন্ট্রোল রুম থেকেই। একাধিক জায়গায় সংঘর্ষ, আন্দোলন বা আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকলে আগাম প্রস্তুতির সুযোগও থাকবে পুলিশের হাতে।
সরকারি সূত্রের দাবি, পুরো ব্যবস্থাটি ডিজিটাল, তাই নথিপত্র ও প্রতিবেদনও অনলাইনে সংরক্ষিত থাকবে। এই পুরো প্রক্রিয়া স্বচ্ছতা ও দ্রুততা আনবে বলে মনে করছে প্রশাসন। একইসঙ্গে নজরদারি জোরদার হওয়ার কারণে বেআইনি কার্যকলাপ, রাজনৈতিক হিংসা বা অপরাধ রুখতে বড় ভূমিকা নিতে পারে এই কন্ট্রোল রুম।
বিরোধীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। কোথাও পুলিশ পৌঁছচ্ছে না, কোথাও পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। সেই অভিযোগের জবাব দিতেই সম্ভবত এবার প্রযুক্তিকে হাতিয়ার করল রাজ্য সরকার।
সবমিলিয়ে, রাজ্যের পুলিশি ব্যবস্থার এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে নবান্নের ডিজিটাল কন্ট্রোল রুম। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি কতটা কার্যকরী হয়, তা সময়ই বলবে। তবে আপাতত প্রশাসনের আশা, ২৪ ঘণ্টা নজরদারির এই নতুন ব্যবস্থায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।