প্রায় ৫০ বছরের পুরনো নিয়মে বড়সড় বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal HS Exam 2025)। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম—উত্তরপত্রে আর নাম লেখা যাবে না। তার বদলে পরীক্ষার্থীদের লিখতে হবে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর। স্বচ্ছতা এবং নিরপেক্ষ মূল্যায়নের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
২০২৪ সালে একাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতির আওতায় যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরাই আগামী ৮ সেপ্টেম্বর থেকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছেন। এই নতুন নিয়ম মূলত প্রযোজ্য হবে দ্বিতীয় (একাদশ শ্রেণির) এবং চতুর্থ (দ্বাদশ শ্রেণির) সেমিস্টারে, যেখানে মূল্যায়নের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল নির্ধারণ হবে।
সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই নতুন পদক্ষেপ। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচেই পরীক্ষার্থীদের নাম গোপন রাখা হবে, যাতে পরীক্ষক পরিচয় জেনে পক্ষপাতিত্ব না করেন। ওএমআর (OMR) শিটে পরীক্ষা হবে বলেই নাম লেখার সুবিধা রাখাও সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে অন্তত ২৬টি অক্ষরের জন্য ২৬টি আলাদা ঘর রাখতে হবে—যা অবাস্তব।
ওএমআর শিটে সতর্কতা:
নতুন এই পরীক্ষাপদ্ধতিতে ওএমআর শিটে কোনও ভুল তথ্য লিখলে সম্পূর্ণ উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে। তাই পরীক্ষার্থীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার আগে সংসদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ওএমআর শিটের সফট কপি, যার মাধ্যমে পরীক্ষার্থীরা আগাম অনুশীলন করতে পারবে।
বিদ্যালয় স্তরে গাইডলাইন:
নতুন পরীক্ষাপদ্ধতি ও নিয়মাবলি ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন ছাত্রছাত্রীদের ওএমআর শিট ব্যবহারের পদ্ধতি বিস্তারিতভাবে বোঝায়।
যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, “উচ্চ মাধ্যমিকের ইতিহাসে এই প্রথম নাম লেখা হবে না উত্তরপত্রে। আমি মনে করি এতে পরীক্ষার্থীদের মানসিক চাপ অনেকটাই কমবে। পাশাপাশি নিরপেক্ষ মূল্যায়নের পথও প্রশস্ত হবে।”
উচ্চ মাধ্যমিকে নতুন নিয়মগুলির সারাংশ:
২০২৫ সালে দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে (তৃতীয় ও চতুর্থ)।
পরীক্ষার্থীদের নাম লেখা যাবে না উত্তরপত্রে।
শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও সিরিয়াল নম্বর লিখতে হবে।
পরীক্ষা হবে ওএমআর শিটে।
ওএমআর শিটে ভুল তথ্য দিলে বাতিল হতে পারে উত্তরপত্র।
সংসদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ওএমআর শিটের নমুনা।
বিদ্যালয় পর্যায়ে পাঠানো হয়েছে নির্দেশিকা।
নতুন এই নিয়মগুলি পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সহায়ক হবে বলেই মনে করছেন শিক্ষামহলের অনেকে। এখন দেখার, বাস্তব প্রয়োগে কতটা সফল হয় এই উদ্যোগ।