টানা বর্ষণের পর সাময়িক স্বস্তি: উত্তরে উন্নতি, দক্ষিণেও বদলের আশ্বাস

কলকাতা: চলতি বছর সাক্ষী থেকেছে দীর্ঘ বর্ষার মরসুমের৷ টানা বৃষ্টিতে কার্যত নাকাল বঙ্গবাসী৷ পুজোর আমেজ পুরোপুরি ভেস্তে দিতে না পারলেও, ভিলেন বৃষ্টির ছায়া পিছু ছাড়েনি৷ …

West Bengal Heavy Rain Stops

কলকাতা: চলতি বছর সাক্ষী থেকেছে দীর্ঘ বর্ষার মরসুমের৷ টানা বৃষ্টিতে কার্যত নাকাল বঙ্গবাসী৷ পুজোর আমেজ পুরোপুরি ভেস্তে দিতে না পারলেও, ভিলেন বৃষ্টির ছায়া পিছু ছাড়েনি৷  কখনও ঝমঝম করে বৃষ্টি , কখনও হঠাৎ বিক্ষিপ্ত ঝড়। বিশেষ করে উত্তরবঙ্গে গত দু’দিনের ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়েছে, প্রাণহানিও ঘটেছে ২৩ জনের।

Advertisements

মঙ্গলবার দুপুরে স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে এখনও দেরি রয়েছে৷ তাই হালকা বা মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে।

   

দক্ষিণবঙ্গের পূর্বাভাস:

সোমবার: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায়। কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

মঙ্গলবার: বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মেদিনীপুর ও ঝাড়গ্রামে। দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে।

বুধবার: দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার থেকে শনিবার: বৃষ্টির মাত্রা অনেকটাই কমবে।

রবিবার: আংশিক মেঘলা থেকে পরিষ্কার আবহাওয়া।

উত্তরবঙ্গের পরিস্থিতি West Bengal Heavy Rain Stops

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার-বুধবার কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, “বর্তমানে কোনও বড় নিম্নচাপ সক্রিয় নেই। তাই অন্তত চার-পাঁচ দিন রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে না। দক্ষিণবঙ্গে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।”

রাজ্যবাসীর জন্য এটি স্বস্তির বার্তা হলেও সতর্কতার হাতছানি এখনও রয়ে গিয়েছে। বর্ষার বিদায় সম্পূর্ণ নয়, তাই হঠাৎ বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির কারণে জলাবদ্ধতা বা ছোট ধসের আশঙ্কা থেকেই যাচ্ছে৷

দক্ষিণবঙ্গের শহরগুলোতে বৃষ্টি কিছুটা কমলেও বজ্রবিদ্যুত সহ ঝড়ো হাওয়ার কারণে যাতায়াত ও বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি অঞ্চলের বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।