রাজ্য জুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা

West Bengal Weather Forecast

কলকাতা: ফের ভিজতে চলেছে রাজ্য। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার ভোর থেকেই রাজ্যের বহু জায়গায় শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। আপাতত বৃষ্টির এই ধারা বজায় থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়াবিদদের। এর মাঝে কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal heavy rain alert)।

Advertisements

দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি?

আবহাওয়া দফতর সূত্রে খবর, ৬ থেকে ১১ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ হাওড়া, দুই ২৪ পরগনা ও নদিয়ার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ভারী বর্ষণ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু অঞ্চলে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়ার কিছু অংশে।

উত্তরবঙ্গেও বৃষ্টি জারি থাকবে

উত্তরবঙ্গের পরিস্থিতিও একই রকম। আজ থেকে ১১ অগাস্ট পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

আজ থেকে ৮ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পঙের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। ৭ অগাস্ট ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে মালদাতেও।

তাপমাত্রা কেমন থাকবে?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ, দুই অঞ্চলে তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮১ শতাংশে পৌঁছতে পারে, যা অস্বস্তি আরও বাড়াতে পারে।