রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, চন্দ্রচূড়ের বেঞ্চেই শুনানি

কলকাতাঃ রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। বিধানসভায় পাস হওয়া আটটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল। এটি সংবিধান বিরোধী ও গণতন্ত্রের পরিপন্থী বলে দাবি করেছে রাজ্য…

Supreme court wants to see Post mortem report of Rape victim of RG Kar and slams wb police over misinformation of death

কলকাতাঃ রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। বিধানসভায় পাস হওয়া আটটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল। এটি সংবিধান বিরোধী ও গণতন্ত্রের পরিপন্থী বলে দাবি করেছে রাজ্য প্রশাসন। এই মর্মেই শুক্রবার সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করে রাজ্যে।

৫৪ বছর বাম শাসনের অবসান, পত পত করে উড়ল জোড়াফুলের পতাকা

   

মামলাটি যত তাড়াতাড়ি সম্ভব শুনানির জন্য প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে। রাজ্যের এই শুনানির আবেদন গ্রহণ করেছে প্রধান বিচারপতির বেঞ্চ।

গত মাস খানেক ধরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত চলছে। তৃণমূলের দুই বিধায়কের শপথগ্রহণকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ অন্য মাত্রা নেয় নবান্নে বসে রাজভবনে মেয়েদের নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলায়। সেই ঘটনার জেরা রাজভবন বনাম রাজ্যপাল বিরোধ গিয়ে পৌঁছয় হাই কোর্টে। মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল। এবার নবান্ন সুপ্রিম কোর্টে গেল রাজ্যপালের বিরুদ্ধে।

উপনির্বাচনের পরদিন আচমকা বেড়ে গেল বাংলার ৪ কেন্দ্রে ভোটদানের হার!

রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী আস্থা শর্মা। সংবিধানের ২০০ নম্বর ধারায় বিধিভঙ্গ করেছেন বলে দাবি তাঁর। কারণ রাজ্য বিধানসভায় পাস হওয়া কোনও বিল রাজ্যপাল বেশিদিন আটকে রাখতে পারে না। এই মর্মেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।

কোন কোন বিল গুলি আটকে রয়েছে একনজরে দেখে নেওয়া যাকঃ

পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল।
পশ্চিমবঙ্গ পশু এবং মৎসবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন।
পশ্চিমবঙ্গ বেসরকার বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল।
পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (দ্বিতীয় সংশোধনী) বিল।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল।
পশ্চিমবঙ্গ আলিয়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল।
পশ্চিমবঙ্গ নগর পরিকল্পনা এবং নগরোন্নয়ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন (সংশোধনী) বিল।
পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন(সংশোধনী) বিল।

এই বিল গুলির মধ্যে প্রথম ছয়টি বিল পাস হয় প্রাক্তণ রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমলে। বাকি দুটি বিল পাশ হয় বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সময়। কিন্তু রাজ্য-রাজভবন সংঘাতের জেরে আপাতত বিশবাঁও জলে সেইসমস্ত বিল।