West Bengal: সরকারি কাজ ‘অচল’ করতে ডিএ চেয়ে আজ অনশনে বসছেন কর্মচারীরা

বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA dues) দাবিতে লাগাতার আন্দোলন জারি রেখেছে সরকারি কর্মচারীদের (West Bengal Government employees) একাধিক সংগঠন।

West Bengal Government employees

বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA dues) দাবিতে লাগাতার আন্দোলন জারি রেখেছে সরকারি কর্মচারীদের (West Bengal Government employees) একাধিক সংগঠন। শনিবার সেই আন্দোলনের ঝাঁঝ আরও কিছুটা বাড়ল। এদিন দুপুর ১ টা থেকে প্রতীকী অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। রবিবার অবধি চলবে এই কর্মসূচি।

একইসঙ্গে সরকারি কর্মচারীদের তরফে জানানো হয়েছে, ডিএ নিয়ে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দেবেন তাঁরা৷ আন্দোলনকারীদের বক্তব্য, গত আট দিন ধরে সরকারের তরফে কোনও সদর্থক ভূমিকা মেলেনি। তাই এখন অনশনে বসতে চলেছেন তাঁরা।

বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ৩ শতাংশ হারে ডিএ পান সরকারি কর্মচারীরা। সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএয়ের হার ৩৮ শতাংশ। অর্থাৎ দুই পক্ষের ফারাক ৩৫ শতাংশ। আগামী ১৫ মার্চ ডিএ নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানেই চুড়ান্ত সিদ্ধান্ত মিলতে পারে বলে জানা গেছে।

Advertisements

এর আগে বুধবার ২ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছিল আন্দোলনকারী সরকারি কর্মচারীদের সংগঠন৷ তাঁদের বক্তব্য ছিল, সংগ্রামী মঞ্চের তরফে জানানো হয়েছে, সংবিধানের দেওয়া অধিকারকে লঙ্ঘন করছেন বর্তমান সরকার।নির্বাচিত জনপ্রতিনিধিরা সর্বদা মিথ্যা কথা বলছেন। আসলে তাঁরা ক্ষমতার লালসায় এই কাজ করছেন। সরকারি কর্মচারীদের মাথায় বিগত ১১ বছর ধরে তেলই পড়েনি। একবার তেল পড়লে তারপর তেল দিলেই তো বলা হবে তেলা মাথায় তেল।