অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা

ভোটের আগে নয়। লোকসভা ভোটের পরে অঙ্গনওয়াড়ি কর্মীদের (Anganwadi Workers) জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। অবসররের সময় এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন রাজ্যের (West Bengal…

mamata banerjee Anganwadi Workers

ভোটের আগে নয়। লোকসভা ভোটের পরে অঙ্গনওয়াড়ি কর্মীদের (Anganwadi Workers) জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। অবসররের সময় এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন রাজ্যের (West Bengal Government)সব অঙ্গনওয়াড়ি কর্মী। সহায়িকাদেরও এই একই সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা করেছে শিক্ষা দফতর। এর আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এই ভাতার অঙ্ক ছিল তিন লক্ষ টাকা।

রাজ্য সরকারের পাকা চাকরিতে ডিএ নিয়ে বিতর্ক আছে। এরই মাঝে শিক্ষা দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা। অবসরেরর সময় তাঁদের পাঁচ লক্ষ টাকা ভাতা দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

   

গত মার্চেই নবান্ন সিদ্ধান্ত নেয়, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরের সময়ে এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করা হবে। দুই বা তিন লক্ষের জায়গাট তা হবে পাঁচ লক্ষ। সেই তালিকায় এ বার যুক্ত হলেন শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরাও।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালীন ভাতা বাড়ানো হয়েছে। অবসরের সময় এককালীন পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে। এই সুবিধা পাবেন প্যারা টিচার, অ্যাকাকাডেমিক সুপার ভাইজ়ার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকে-র কর্মীরা।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের পয়লা এপ্রিল থেকে এই নিয়ম কার্ষকর হয়েছে। অর্থাৎগত তিন মাসে যারা অবসর নিয়েছেন তাঁরাও এককালীন পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা পাবেন। সব মিলিয়ে কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এর সুবিধা পাবেন।