সংসদের স্মোকবোম কাণ্ডের জের, এবার বিধানসভায় বজ্র আঁটুনি ফস্কা গেরো!

রাজ্য বিধানসভায় নিরাপত্তা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য প্রশাসনের। বিধানসভা চত্বরে নজরদারি বাড়াতে বসানো হচ্ছে বুলেট সিসিটিভি ক্যামেরা। প্রশাসন সূ্ত্রে জানা গিয়েছে, বিধানসভায় বহিরাগত কোনও ব্যক্তি…

West Bengal State Assambly

রাজ্য বিধানসভায় নিরাপত্তা বাড়াতে বিশেষ উদ্যোগ রাজ্য প্রশাসনের। বিধানসভা চত্বরে নজরদারি বাড়াতে বসানো হচ্ছে বুলেট সিসিটিভি ক্যামেরা। প্রশাসন সূ্ত্রে জানা গিয়েছে, বিধানসভায় বহিরাগত কোনও ব্যক্তি যাতে প্রবেশ না করতে পারে সেদিকে নজর দিতেই এই ব্যবস্থা করা হবে।

খাল থেকে ‘মাগুর’ আনতেই খাটের তলায় সুড়ঙ্গ! আজব দাবি কুলতলির ‘টানেল-ম্যানের’

   

বহিরাগতরা যে জায়গা দিয়ে প্রবেশ করতে পারে সেগুলি ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। এছাড়াও যদি কেউ লুকিয়ে প্রবেশ করতে চায় সেই দিকগুলিও দেখা হয়েছে। মোট ২২ টি বুলেট ক্যামেরা বসানো হবে। এর সঙ্গে থাকবে ক্যামেরা আর্ম। নজরদারির জন্য থাকবে দুটি ৩২ ইঞ্চির মনিটর। যদি বিধানসভায় বিদ্যুৎ বিপর্যয়ও হয় তবেও বন্ধ হবে না সিসিটিভি বা মনিটরের কাজ সেদিকেও দেখা হচ্ছে। থাকছে ৩০ মিনিটের ব্যাক আপ। এই নতুন প্রযুক্তির সিসিটিভি বসাতে ২১ লক্ষ টাকার বেশি খরচ হবে বলে জানা গিয়েছে।

কপিবাগানে ঝামেলা! তড়িঘড়ি আদালতে বিজেপির দিলীপ, জামিন পেলেন?

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিধানসভায় নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হবে। বিধানসভার সদস্য বা বিধায়কদের গাড়িতে থাকবে স্টিকার। বিধায়কের সঙ্গে কেউ থাকলে তাঁকে হেঁটেই প্রবেশ করতে হবে। কোথায় কোথায় নতুন সিসিটিভিগুলি বসবে তা একপ্রকার স্থির করা হয়েছে। নতুন করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে গোটা বিধানসভা চত্বর।

কড়া পদক্ষেপ UPSC-র, ট্রেনি IAS পূজার বিরুদ্ধে এফআইআর, খোয়াতে পারেন চাকরি

গতবছর সংসদে স্মোক বোমের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল জাতীয় রাজনীতিতে। ওই ঘটনায় কয়েক জনকে গ্রেফতারও করেছিল দিল্লি পুলিশ। জানা গিয়েছিল বেকারত্বের কারণে অবসাদগ্রস্থ হয়েই তাঁরা ওই কর্মকাণ্ড ঘটায়।