Loksabha Election 2024: সবাইকে ছাপিয়ে গেল বাংলা

চতুর্থ দফার লোকসভা ভোটে (Loksabha Election 2024) নতুন করে রেকর্ড গড়ল বাংলা। দেশজুড়ে চতুর্থ ধাপে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৩৫ শতাংশ। বাকি কোন রাজ্যে…

চতুর্থ দফার লোকসভা ভোটে (Loksabha Election 2024) নতুন করে রেকর্ড গড়ল বাংলা। দেশজুড়ে চতুর্থ ধাপে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৩৫ শতাংশ। বাকি কোন রাজ্যে কত পরিমাণ ভোট পরেছে জানেন? এই বিষয়ে কমিশন জানাচ্ছে, অন্ধ্রপ্রদেশে ৯.০৫ শতাংশ, বিহারে ১০.১৮%, জম্মু ও কাশ্মীর ৫.০৭ শতাংশ, ঝাড়খণ্ডে ১১.৭৮%, মধ্যপ্রদেশে ১৪.৯৭ শতাংশ, মহারাষ্ট্রে ৬.৪৫% ভোট ইতিমধ্যে করা হয়েছে।

শুধু তাই নয়, ওড়িশায় ৯.২৩%, তেলেঙ্গানায় ৯.৫১ শতাংশ, উত্তরপ্রদেশে ১১.৬৭ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ১৫.২৪% ভোট রেকর্ড করা হয়েছে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ১৩ মে ১০টি রাজ্যের ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। এই দফায় মোট ১৭১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পাঁচজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, দুজন ক্রিকেটার এবং একজন অভিনেতা রয়েছেন। 

   

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশের ২৫টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। এছাড়া উত্তরপ্রদেশের ১৩টি আসনে ভোটগ্রহণ চলছে। তেলেঙ্গানার ১৭টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, পশ্চিমবঙ্গের ৮টি, বিহারের ৫টি, ঝাড়খণ্ড ও ওড়িশার ৪টি করে এবং জম্মু ও কাশ্মীরের ১টি আসনে ভোট হবে।