পদ্ম বিধায়কদের কাগজ না দেওয়ার নির্দেশ বিমানের! ওয়াকআউট! দিস্তা কাগজ এনে ছিঁড়ব: শুভেন্দু

কলকাতা: ফের উত্তপ্ত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন৷ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়করা। বিজেপি…

কলকাতা: ফের উত্তপ্ত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন৷ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি বিধায়করা।

বিজেপি বিধায়কেরা রাজ্যের সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব আনতে চাইলে, স্পিকার তা গ্রহণ করতে অস্বীকার করেন৷ তিনি জানান, আগে একই বিষয়ে আলোচনা হয়েছে এবং দ্বিতীয়বারের আলোচনার আর প্রয়োজন নেই। এর পরেই বিজেপি বিধায়কেরা ক্ষুব্ধ হয়ে অধিবেশন কক্ষে হইহট্টগোল শুরু করে দেন।

   

বিক্ষোভের এক পর্যায়ে বিজেপির বিধায়করা কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে ফেলেন। এরপর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার কক্ষে কাগজ না দেওয়ার নির্দেশ দেন,৷ এর পরেই বিজেপি বিধায়কেরা ওয়াকআউট করেন।

Advertisements

বাইরে বেরিয়েই বিক্ষোভ শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা ভারতীয় সংবিধানের বিরলতম ঘটনা। বিরোধী দলের বিধায়কদের কাগজ না দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য।” শুভেন্দু জানান, “আমরা প্রতিদিন এক দিস্তা কাগজ নিয়ে যাব এবং প্রয়োজনে সেগুলো ছিঁড়ব।”

শুভেন্দু অধিকারী আরও বলেন, “আগামীকাল আরও বড় বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছি।” বিধানসভার এই ঘটনাটি রাজনীতির চরম উত্তেজনার দিকে নিয়ে যাচ্ছে, যেখানে সরকার ও বিরোধী দলের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News