নির্বাচন কমিশনের উদ্যোগে পশ্চিমবঙ্গে শুরু হল বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ

West Bengal BLO Training

বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে শনিবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে বুথ-লেভেল অফিসারদের (BLO) প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী ৩ নভেম্বরের মধ্যে এই প্রশিক্ষণ সম্পূর্ণ হবে, এবং ৪ নভেম্বর থেকে শুরু হবে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া।

Advertisements

নজরুল মঞ্চে চলছে প্রশিক্ষণ:

দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে শনিবার সকাল থেকেই চলছিল একাধিক বিধানসভা এলাকার বুথ-লেভেল অফিসারদের প্রশিক্ষণ। উপস্থিত ছিলেন ভবানীপুর, রশবিহারী, বালিগঞ্জ, টালিগঞ্জ, কসবা, যাদবপুর, মেটিয়াবুরুজ, বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম কেন্দ্রের অফিসাররা। প্রশিক্ষণ কর্মসূচি ধাপে ধাপে ব্যাচ আকারে সম্পন্ন করা হচ্ছে, যাতে প্রত্যেক BLO পর্যাপ্তভাবে দিকনির্দেশনা পান।

   

নতুন মোবাইল অ্যাপ ও ১৬ দফা নির্দেশিকা প্রকাশ: West Bengal BLO Training

নির্বাচন কমিশন এই বছরের বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ায় BLO দের জন্য ১৬ দফা নির্দেশিকা প্রকাশ করেছে। পাশাপাশি মাঠপর্যায়ের কাজকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ভোটার যাচাই, ফর্ম পূরণ ও তথ্য সংরক্ষণের কাজ আরও সহজ হবে বলে কমিশনের দাবি।

বিতরণ করা হচ্ছে বিশেষ কিট ও নথি:

প্রশিক্ষণ চলাকালীন BLO দের হাতে দেওয়া হচ্ছে বিশেষ কিট, নির্দেশনাপত্র এবং প্রয়োজনীয় নথি। নভেম্বরের ৪ তারিখ থেকে ডিসেম্বরের ৪ তারিখ পর্যন্ত তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই ও ফর্ম পূরণের কাজ করবেন। এতে নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা এবং প্রয়োজনে পুরোনো তথ্য সংশোধনের কাজ সম্পন্ন হবে।

Advertisements

নিরাপত্তা নিয়ে উদ্বেগের সুর:

যদিও BLO দের একাংশ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক প্রশিক্ষণপ্রাপ্ত BLO বলেন, “আমাদের কাজটা গ্রাসরুট পর্যায়ে করতে হয়, তাই নিরাপত্তা নিয়ে কিছু আশঙ্কা থাকেই।” অন্য এক অফিসার জানান, “প্রতিবারের মতো এবারও ঝুঁকি থাকলেও আমরা নিয়ম মেনে কাজ করব। আমাদের দায়িত্ব পালন করতেই হবে।”

শেষ কথা:

নির্বাচন কমিশনের মতে, এই প্রশিক্ষণ ও নতুন প্রযুক্তির সংযোজন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে আরও দক্ষ ও নির্ভরযোগ্য করে তুলবে। আগামী বছরের নির্বাচনের আগে এই বিশেষ উদ্যোগ পশ্চিমবঙ্গের ভোটার তথ্যভান্ডারকে আরও নিখুঁত ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।