Sukanta Majumdar: ‘বিজেপি এইভাবে ইভিএমে কায়দা করে’, এ কী বললেন সুকান্ত মজুমদার

বিজেপির (Sukanta Majumdar) বিরুদ্ধে প্রায়ই ইভিএমে কারচুপির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সাফ…

Sukanta-Majumdar

বিজেপির (Sukanta Majumdar) বিরুদ্ধে প্রায়ই ইভিএমে কারচুপির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সাফ জানিয়ে দিলেন বিজেপি কীভাবে কায়দা করে? আজ, বুধবার দক্ষিণ ২৪ পরগবার মথুরাপুর কেন্দ্রে আয়োজিত এক জনসভা থেকে ইভিএম ইস্যুতে মন্তব্য করেন তিনি।

সুকান্ত বলেন, যত দিন যাচ্ছে দিদির মাথা তত খারাপ হচ্ছে। সেদিন বলছে, ইভিএমে নাকি বিজেপি কায়দা করে রেখেছে। কী কায়দা? তৃণমূলের বোতাম টিপলে নাকি বিজেপিতে ভোট পড়ে যাচ্ছে। বিজেপি ইভিএমে কায়দা করে দিদি। কিন্তু ওভাবে কায়দা করে না। বিজেপি মানুষকে ভালোবেসে ইভিএমকে হ্যাক করে, ইভিএমে কায়দা করে।

   

বিজেপির রাজ্য সভাপতির কথায়, নরেন্দ্র মোদী যখন আসবে, মাননীয় প্রধানমন্ত্রীর যখন সভা হবে, তখন দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য হাজারে হাজারে মানুষ, লাখে লাখে মানুষ দৌড়চ্ছে শুধু দৌড়চ্ছে। মোদীজি একবার শুধু হাতটা এরকম করে দেবে। মানুষ চিৎকার করে উঠবে। বিজেপি এইভাবে ইভিএমে কায়দা করে। আর এইভাবেই বিজেপি জেতে। এবারও জিতবে।

Amit Shah: ‘ভোটের পরেই মুখ্যমন্ত্রী বদল হবে’, বিরাট ঘোষণা অমিত শাহর

চতুর্থ দফার ভোটে কৃষ্ণনগর কেন্দ্রে ইভিএমে কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণীর জনসভা থেকে মমতা বলেন, কৃষ্ণনগরে ইভিএম দেখা গিয়েছে তৃণমূলে ভোট দিচ্ছে, ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। এই ধরনের ঘটনা হলে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ান। আটকানো হয়েছে। মেশিন বদলানো হয়েছে।

বিজেপি বিরুদ্ধে অভিযোগ করে মমতা বলেন, এরা কী যে করতে পারে, তা কল্পনা করতে পারবেন না। এরা জানে হারছে। তাই ইভিএম যেথানে থাকবে, সেখানে যাতে আলো বন্ধ করতে না পারে, মেশিন বদলাতে না পারে, সেটা দেখা যেমন আয়োজকদের (কমিশন) দায়িত্ব, তেমনই পুলিশের দায়িত্ব। মানুষ ভোট দেবে, সেই ভোট যেন সযত্নে রক্ষা করা হয়।

Lok Sabha Election 2024: তৃণমূল প্রার্থীর সঙ্গে নামের মিল! নির্দল প্রার্থীকে তুলে নিয়ে গেল বাইক বাহিনী

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে চার দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।