বিয়ে বাড়িতে ভোজ খেতে গিয়েও সদস্য সংগ্রহ করছেন বঙ্গ বিজেপির (BJP) নেতৃত্ব। বাংলায় সদস্য সংগ্রহ অভিযানে নতুন নজির গড়লেন বিজেপি রাজ্যসভার সাংসদ এবং সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্বপ্রাপ্ত নেতা শমীক ভট্টাচার্য। বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে একেবারে কনেকেই বিজেপির সদস্য করলেন তিনি। দলের দাবি, এটি বাংলায় তাদের সদস্য সংগ্রহ অভিযানের প্রতি জনমানসে ইতিবাচক বার্তা দেবে।
মুম্বইয়ে মহিলাকে ধাওয়া, গাড়ি ভাঙচুর, ৫ জনের বিরুদ্ধে এফআইআর
শনিবার রাতে উত্তর ২৪ পরগনার কামারহাটির একটি পরিচিত পরিবারের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শমীক। সঙ্গী ছিলেন কয়েক জন দলীয় কর্মী। কনের জন্য আনা উপহার দেওয়ার পর্বই আচমকা হয়ে ওঠে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের অংশ।
দলীয় সূত্রের খবর, শমীক বিয়ের কনেকে দলের সদস্য হওয়ার প্রস্তাব দেন। কনে সেই প্রস্তাবে সম্মতি জানালে সেখানে উপস্থিত কর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে বিজেপির সদস্যপদ প্রদান করেন।
ভুল করেও গুগলে এই ৬টি শব্দ সার্চ করবেন না, হ্যাকারের টার্গেট হয়ে যাবেন আপনি
বিজেপির দাবি, এটি তাদের সদস্য সংগ্রহ অভিযানের প্রতি দলের কর্মীদের নিবেদন এবং সৃজনশীলতার পরিচয়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারীর সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে বাংলায় বিজেপির সদস্য সংখ্যা বাড়াতে প্রতিদিনই বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে, শমীকের এই অভিনব উদ্যোগ অন্যদের জন্য দৃষ্টান্তমূলক হতে পারে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব।
ভারতকে ছাড়াই কোন বিশ্বকাপ আয়োজনের কথা বলল পাকিস্তান ক্রিকেট বোর্ড ?
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন, নভেম্বরের মধ্যে সদস্য সংগ্রহ অভিযান শেষ করতে হবে। সেই লক্ষ্যেই প্রতিটি বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন নেতারা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সকলেই দিনরাত পরিশ্রম করছেন বলে দাবি বিজেপির।
তবে শমীকের এই উদ্যোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেন, “এটি সদস্য সংগ্রহের নামে শুধুমাত্র লোকদেখানো প্রচেষ্টা। জনগণ বিজেপির বাস্তব কাজ দেখতেই বেশি আগ্রহী, এমন নাটক নয়।”