বুথ স্তরে ‘ভূতুড়ে’ কর্মী ধরতে প্রযুক্তিই ভরসা, ‘সরল’ অ্যাপ আনল বিজেপি

কলকাতা: নিজেদের সংগঠনে ঢুকে পড়েছে কি ‘ভূতুড়ে’ কর্মী? নাকি সবই দলের আসল সৈনিক? বুথ স্তরে নজরদারি বাড়াতে এবার নতুন প্রযুক্তির পথে হাঁটল বিজেপির শীর্ষ নেতৃত্ব।…

West Bengal BJP Launches App

কলকাতা: নিজেদের সংগঠনে ঢুকে পড়েছে কি ‘ভূতুড়ে’ কর্মী? নাকি সবই দলের আসল সৈনিক? বুথ স্তরে নজরদারি বাড়াতে এবার নতুন প্রযুক্তির পথে হাঁটল বিজেপির শীর্ষ নেতৃত্ব। সোমবার কলকাতায় আয়োজিত ‘বুথ সশক্তিকরণ অভিযান’-এর মঞ্চ থেকেই রাজ্য বিজেপি আনল ‘সরল’ নামে একটি বিশেষ অ্যাপ (West Bengal BJP Launches App)।

Advertisements

দলীয় সূত্রে খবর, নাম ‘সরল’ হলেও এর কাজ মোটেও সরল নয়। ৮১ হাজারের বেশি বুথজুড়ে ছড়িয়ে থাকা সংগঠনে কারা আসল আর কারা ভুয়ো, সেই হিসেব মেলাতে সাহায্য করবে এই অ্যাপ। সোমবারের সভা থেকে ৬৫ হাজার বুথে কমিটি গঠনের ঘোষণা করেছে রাজ্য নেতৃত্ব। তবে এই কমিটিতে থাকা কর্মীরা কতটা সত্যিই দলের, আর কতটা ভুয়ো-তা খতিয়ে দেখতে এই অ্যাপই হবে হাতিয়ার।

   

প্রযুক্তির ব্যবহারও সহজ৷ অ্যাপ খুলে সংশ্লিষ্ট বুথ কর্মীর ফোন নম্বর দিলে সেই নম্বরে যাবে একটি ওটিপি। ওটিপি প্রবেশ করালেই দেখা যাবে কর্মীর নিবন্ধিত সব তথ্য-বুথের নাম, ঠিকানা, এমনকি সচিত্র পরিচয়পত্রও। ফলে কেউ ভুয়ো পরিচয়ে সংগঠনে ঢুকে পড়েছেন কিনা, তা মুহূর্তেই ধরা পড়বে।

এদিন ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্যস্তরে অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শীঘ্রই জেলা স্তরে প্রশিক্ষণ হবে। ২৪ আগস্ট থেকে কার্যত মাঠে নামবে এই অ্যাপ। দলীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ৫০ হাজার বুথ কমিটির যাচাই শেষ হলেও বাকি আছে আরও ১৫ হাজার। আপাতত প্রতিটি বুথ কমিটিতে রাখা হয়েছে একজন সভাপতি ও দু’জন সহযোগী। যদিও বিজেপির একাংশের প্রশ্ন, এত বুথ কমিটি আদৌ গঠিত হয়েছে তো? নাকি কেবলই খাতায়-কলমে? সব প্রশ্নের উত্তর মিলবে ‘সরল’-এর পর্দায়।