লক্ষ্মী পুজোর পর শুরু ভোটার তালিকা সংশোধন

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন দফতর জানিয়েছে, আগামী ৬ অক্টোবর অর্থাৎ লক্ষ্মী পুজোর পর থেকে শুরু হবে ভোটার তালিকার (Voter List Revision) বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special…

Bihar Voters

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন দফতর জানিয়েছে, আগামী ৬ অক্টোবর অর্থাৎ লক্ষ্মী পুজোর পর থেকে শুরু হবে ভোটার তালিকার (Voter List Revision) বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision – SIR)। নির্বাচনী সূত্রে খবর, এই কর্মসূচি দেশব্যাপীভাবে চালু করেছে ভারতের নির্বাচন কমিশন, যাতে আগামী নির্বাচনের আগে একটি সঠিক ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়।

সূত্র অনুযায়ী, ২০০২ সালের বিশেষ সংশোধনী তথ্য ও জানুয়ারি ২০২৫-এ প্রকাশিত ভোটার তালিকার মধ্যে তথ্য মেলানোর কাজ শেষ হবে খুব শিগগিরই। এর ফলে পুরনো ভোটার তথ্য হালনাগাদ করা যাবে এবং নতুন ভোটার যুক্ত করার প্রক্রিয়াও দ্রুত হবে।

   

এরই পাশাপাশি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে মুখ্য নির্বাচন দফতর। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে Election Manpower Management System (EMMS) 2.0 পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে নির্বাচনী কর্মীদের তথ্যভান্ডার তৈরি করা হবে এবং তাদের নিয়োগ, বদলি, যাচাই ইত্যাদি প্রক্রিয়া ডিজিটালি সম্পন্ন হবে।

শুক্রবার থেকে প্রায় ৩২,০০০ সরকারি দফতরের কর্মীদের তথ্য এই পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের অনুমান অনুযায়ী, রাজ্যে প্রায় ১৪,০০০ নতুন বুথ বাড়তে চলেছে। ফলে বুথ লেভেল অফিসার (BLO) ঘাটতির আশঙ্কা প্রবল। সমস্যার সমাধানে বিভিন্ন সরকারি কর্মচারীকে ইতিমধ্যেই BLO হিসেবে নিযুক্ত করা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি সরকারি দফতরের সর্বোচ্চ কর্তৃপক্ষকে এই দায়িত্ব বহন করতে হবে। কর্মচারীদের তথ্য আপলোডে গাফিলতি করলে ১৯৫১ সালের Representation of the People Act অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Advertisements

EMMS 2.0 পোর্টালকে বলা হচ্ছে রাজ্যের নির্বাচনী কর্মীবাহিনী গড়ে তোলার ডিজিটাল ভান্ডার। এখানে কর্মীদের নাম যুক্ত করা, বদলির তথ্য সংশোধন, অবসরপ্রাপ্ত বা অন্যত্র বদলি হওয়া কর্মীদের নাম মুছে দেওয়ার ব্যবস্থা থাকবে। জেলা এবং ব্লক স্তরের নির্বাচনকর্মীরা এই তথ্য নিয়ন্ত্রণ করবেন।

এই পোর্টাল তৈরি হয়েছে জাতীয় ইনফরমেটিক্স সেন্টার (NIC) এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন দফতরের যৌথ উদ্যোগে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NIC-এর যুগ্ম পরিচালক সাইকত নারায়ণ ভট্টাচার্য ও শমীক কুমার ভট্টাচার্য, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী এবং ডেপুটি সিইও সুমন্ত রায়।

নির্বাচন কমিশনের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সময় বাঁচাতে ডিজিটাল মাধ্যমকে আরও কার্যকরভাবে ব্যবহার করা হবে। এর ফলে নির্বাচনী প্রস্তুতি আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

এখন নজর থাকবে, EMMS 2.0 পোর্টাল কতটা কার্যকরীভাবে ব্যবহার করা যায় এবং নির্বাচনী কর্মীবাহিনীকে কতটা সুশৃঙ্খলভাবে প্রস্তুত করা সম্ভব হয়।