WB Bangla Academy: ওই মহিলার সঙ্গে এক লাইনে দাঁড়াতে গা জ্বলে যায়, বিস্ফোরক রত্না রশিদের সম্মাননা ফেরত

প্রসেনজিৎ চৌধুরী, বর্ধমান: পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির (West Bengal Bangla Acedemy) তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা দেওয়ার তীব্র প্রতিবাদ জানালেন লোকসংস্কৃতি গবেষিকা ও সাহিত্যিক রত্না রশিদ…

Rashid protest against mamata

প্রসেনজিৎ চৌধুরী, বর্ধমান: পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির (West Bengal Bangla Acedemy) তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা দেওয়ার তীব্র প্রতিবাদ জানালেন লোকসংস্কৃতি গবেষিকা ও সাহিত্যিক রত্না রশিদ ব্যানার্জি। প্রতিবাদ দেখিয়ে তিনি বাংলা একাডেমি থেকে প্রাপ্ত সম্মাননা ফেরত দিতে চলেছেন।

পূর্ব বর্ধমানের বর্ধমান সদর খাগড়াগড়ের বাসিন্দা রত্না রশিদ Kolkata24x7 কে টেলিফোনে জানান, গা জ্বলে গেল, মনে হচ্ছে সম্মানপত্রটি ছুঁড়ে ফেলে দিই। এর পর তিনি বলেন, বাংলা একাডেমিকে চিঠি লিখে সেই সম্মাননা ফেরত পাঠাবেন।

Read More: “বাংলার সাহিত্য সমাজ, তুমি চেতনা হারাইয়াছ?” মমতাকে পুরষ্কারে কটাক্ষ শুভেন্দুর

Advertisements

রত্মা রশিদ ব্যানার্জি জানান, ২০১৯ সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তাঁকে অন্নদাশংকর রায় স্মারক সম্মান দিয়েছিল। সেই সম্মাননা তিনি আর রাখতে চাননা। এর কারণ, কোনও রাজনৈতিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা একাডেমির তরফে কবি হিসেবে সম্মাননা দেওয়ার প্রতিবাদ করছেন। এর পরেই  লেখিকার ক্ষোভ, গা জ্বলে গেল সব দেখে।

সোমবার রবীন্দ্রনাথের জন্মদিবসে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে (Mamata Banerjee) তাঁর ‘কবিতা বিতান’ বইয়ের জন্য বিশেষ পুরষ্কার দেয়।