Weather Update: আশ্বিনের শারদপ্রাতে ভরা শ্রাবণ, উত্তরে মেঘের দামামা-দক্ষিণে জলছবি

Rainfall

Weather Update: সকাল থেকেই আকাশের মুখ ভার বেশিরভাগ জায়গায়। যে নিম্নচাপ গত কয়েকদিনে বাংলাকে ভিজিয়েছে, তা ঝাড়খণ্ড পেরিয়ে যাবে বিহারের দিকে। নিম্নচাপের জেরে সোমবার পর্যন্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ২৩ সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে হালকা বৃষ্টি চলবে। ২৬ তারিখে আরও কমবে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ।

Advertisements

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিনের বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস। তুলনায় দক্ষিণবঙ্গে এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। নিম্নচাপের কারণে সোমবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টি হতে পারে। শনিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা। আপাতত হিমালয় সংলগ্ন সমতল এলাকায় তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

Advertisements

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও উত্তর-পূর্ব ভারত, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্য প্রদেশ, কেরালা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে হালকা বৃষ্টি হতে পারে। বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর প্রদেশের বেশ কিছু জায়গায়। দিল্লি এনমসিআর এ আজও ছিটেফোঁটা বর্ষণ হতে পারে। তবে ২৩ সেপ্টেম্বরের পর থেকে কমবে বৃষ্টি।