সকাল সকাল সুখবর! ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের এই ৮ জেলায় 

বেশ কয়েক সপ্তাহ আগেই (Weather Update) উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। আপাতত সেখানে দাপুটে ইনিংস খেলছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অন্যদিকে বর্ষার অপেক্ষায় আপাতত চাতক পাখির মত…

বেশ কয়েক সপ্তাহ আগেই (Weather Update) উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। আপাতত সেখানে দাপুটে ইনিংস খেলছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অন্যদিকে বর্ষার অপেক্ষায় আপাতত চাতক পাখির মত চেয়ে আছে দক্ষিণবঙ্গ। ঠিক কবে দক্ষিণে ঢুকবে বর্ষা? এনিয়ে মুখ খুলেছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান, ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। ভারতের মৌসম ভবন জানিয়েছে, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী চার-পাঁচদিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বর্ষা প্রবেশ করবে।

   

বর্ষার প্রবেশ নিয়ে সুখবর শোনালেও দক্ষিণবঙ্গজুড়ে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে রাজ্যে গরম আরও বাড়বে। দিনভর ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে অস্বস্তিজনক আবহাওয়া থেকে এখনই মুক্তি মিলবে না।

উপনির্বাচনের আগেই তৃণমূলের কাছে ‘হেরে ভূত’ বিজেপি!

আজ, শনিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অস্বস্তিকর গরম থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতিও থাকবে। সন্ধের পর এই তিন জেলায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় গরমের দাপট অব্যাহত থাকবে।

এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায়ও ঝোড়ো হাওয়া বইবে। 

এক ধাক্কায় অনেকটাই কমল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতার রেট জানুন

উত্তরবঙ্গের জন্য খারাপ খবর শুনিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে আজ। দার্জিলিং এবং কোচবিহারেও প্রবল বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের এই তিন জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমিতে ঝড় হবে।

আগামী কাল, রবিবার এবং সোমবার গরম থেকে খানিকটা স্বস্তি মিলতে পারে। ওই দু’দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গরমে সিকিম ঘুরতে গিয়ে বিপদ, ভূমিধসের কবলে বহু বাঙালি পর্যটক