হোলিতেই চাঁদিফাটা গরম? হবে বৃষ্টিও! কেমন কাটবে বসন্ত উৎসব?

কলকাতা: আর মাত্র তিনদিন৷ তার পরেই রঙের উৎসব৷ তার আগেই পাল্টে যাবে আবহাওয়া৷  হোলি দিন থেকেই হু হু করে বাড়তে শুরু করবে তাপমাত্রা৷ গায়ে জ্বালা…

short-samachar

কলকাতা: আর মাত্র তিনদিন৷ তার পরেই রঙের উৎসব৷ তার আগেই পাল্টে যাবে আবহাওয়া৷ 
হোলি দিন থেকেই হু হু করে বাড়তে শুরু করবে তাপমাত্রা৷ গায়ে জ্বালা ধরাবে গরমের তীব্রতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। তবে এই গরমের সঙ্গে পাল্লা দিয়ে আর্দ্রতাও বাড়বে৷ আপাতত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

   

আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দোলের দিন তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে। বাতাসে আর্দ্রতা বাড়ায় গরমের অনুভূতি আরও তীব্র হবে৷ বিশেষ করে উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল থাকবে৷ জলোচ্ছ্বাসের আশঙ্কাও তৈরি হয়েছে। তবে আবহাওয়া শুষ্কই থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গে হোলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, এবং কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। পরবর্তী ১৩-১৫ মার্চের মধ্যে এই অঞ্চলের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় টানা বৃষ্টি হতে পারে। ১৫ মার্চের পর আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। 

অর্থাৎ দক্ষিণবঙ্গে তীব্র গরম থাকবে৷ কিন্তু বৃষ্টিতে ভিজবে উত্তর৷ দক্ষিণবঙ্গের গরম আর উত্তরের বৃষ্টির এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে উৎসবপ্রেমীদের জন্য।