কলকাতা: জানুয়ারি প্রায় শেষ৷ এদিকে, বাংলা ক্যালেন্ডারের হিসাবে এখন ভরা মাঘ৷ কিন্তু শীত কোথায়? মাঘের শীত বাঘের গায়ে লাগার আগেই বাজল বিদায় ঘণ্টা৷ আপাতত ক’দিন শীতের ওঠানামা চললেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই বললেই চলে৷ আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না৷ বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তারপর ফের সামান্য পারদ পতনের ইঙ্গিত রয়েছে। তবে কনকনে আমেজ আর ফিরবে না৷ বরং আগামী দু-তিন দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ (weather update no cold spell expected)
দক্ষিণে কুয়াশা থাকবে weather update no cold spell expected
আপাতত কয়েকদিন দক্ষিণের কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাবে৷ পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে৷ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে৷
উত্তরে বৃষ্টি, তুষারপাত weather update no cold spell expected
উত্তরে আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ সঙ্গে রয়েছে তুষার পাতের পূর্বাভাস৷ আজ এবং আগামীকাল উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ উত্তরেও থাকবে কুয়াশার দাপট৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে অধিক কুয়াশা দেখা যাবে। তবে দার্জিলিং ও কালিম্পং ছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর৷
জানুয়ারির শেষ লগ্নে পৌঁছেই তাপমাত্রা বাড়তে শুরু করবে৷ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷
West Bengal: As January ends, Magh brings unpredictable weather in West Bengal. Despite some fluctuations, no severe cold spell is expected. Temperatures might rise slightly from Wednesday with a minor drop later. Warmth is here to stay, reports Alipore Weather Office.