Weather Update: জোড়া নিম্নচাপের ফলায় ভাসবে বঙ্গ

Record-breaking March rain in India

Weather Update:আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী তিন দিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।আগামী শনিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির পরিস্থিতি। জলপাইগুড়ি, কোচবিহার , আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

   

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আজ সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে জেলাগুলিতে। শুক্র ও শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।কলকাতায় আংশিক মেঘলা আকাশ।

তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির তুলনায় পুরুলিয়া জেলায় প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে না। ‌আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়লেও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে গোটা রাজ্যে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন