Weather Today: ইডির মতো বড় হানা দেবে শীত, লাল তারিখ সংক্রান্তি

winter

Weather Today: রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস। শুক্রবার থেকে ৪ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। পৌষ সংক্রান্তির আগেই শীতের শুরু। আগামী দু-তিন দিন রাজ্যে অবাধ উত্তুরে হাওয়া ঢুকবে। তাপমাত্রাও কমবে। ফলে কনকনে শীতের অনুভূতি থাকবে। জেনে নিন কোথায়, কেমন আবহাওয়া থাকবে।

Advertisements

আজ, শুক্রবার থেকেই ১৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। বেশ কিছুদিন ধরে ১৫ ডিগ্রির নীচে ঘোরাফেরা করছিল তাপমাত্রা। সপ্তাহের শেষে আরও নামবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কাল থেকেই উত্তুরে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। শুক্রবার থেকে নামবে পারদ। পশ্চিমের জেলাগুলিতে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। আগামী তিন দিনে কলকাতায় ২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা।

   

দক্ষিণের জেলাগুলি আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে আকাশ মেঘলা সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। তারপর বেলা গড়ালে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার একটি বা দুটি জায়গায় ঘন কুয়াশা পড়বে।

Advertisements

উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ঘন কুয়াশা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে।