Weather Today: এখনও পর্যন্ত রাজ্যে উত্তরে হাওয়া বাধাহীন। ফলে রাজ্য জুড়ে ঠান্ডা। তবে ২৪ ঘন্টা পর থেকে আবহাওয়া বড় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবারেও কালিম্পংয়ের সঙ্গে পাল্লা দিয়েছে পুরুলিয়া। দিঘার তাপমাত্রাও ছিল কম। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহারের তাপমাত্রা ছিল দশের ঘরে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন না হলেও তারপরের তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি শুক্রবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তন না হলেও, পরের তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস।
আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ, সর্বনিম্ন ৫২ শতংশ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল অন্য বছর ডিসেম্বর-জানুয়ারিতে যে ঠান্ডা থাকে, এবার তা থেকে তাপমাত্রা বেশি থাকবে। সেই মতো শুক্রবারের পর থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের।