HomeWest BengalNorth BengalWeather Today: শীত জাঁকিয়ে, বৃষ্টি আসছে ধেয়ে

Weather Today: শীত জাঁকিয়ে, বৃষ্টি আসছে ধেয়ে

- Advertisement -

Weather Today: আবহাওয়ার পরিবর্তন আজ বেলার দিকে হবে। বৃষ্টি শুরু হবে রাজ্যে। অসময়ের এই বৃষ্টিতে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ দার্জিলিঙে তুষারপাত হবে। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা। সকালে কুয়াশা, পরে মেঘলা আকাশ।

বুধবার বেলায় আবহাওয়ার পরিবর্তন হবে। ঘন কুয়াশার সর্তকতা কয়েকটি জেলায়। কুয়াশা কেটে গেলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা ক্রমশ বাড়বে। কমবে শীতের দাপট। আজ থেকেই শুরু হবে বৃষ্টি। বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

   

আজ ও আগামিকাল, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলায়। বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূল ও পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে হিমাঙ্কের নীচে নেমে যাবে তাপমাত্রা। আজ, বুধবার থেকে শুক্রবারের মধ্যে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা কম।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ, বুধবার সকালে কুয়াশা ও পরে সন্ধ্যা ও রাতে‌ বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা ক্রমশ বাড়বে। শীতের আমেজ থাকলেও কাঁপন কমবে। আগামী তিন দিনে তিন-চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে।

কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা এক ডিগ্রি নীচে। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৫ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৫ থেকে ৯১ শতাংশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular