Sunday, December 7, 2025
HomeWest BengalNorth BengalWeather Today: বিদায় শীত, বৃষ্টির সম্ভাবনা

Weather Today: বিদায় শীত, বৃষ্টির সম্ভাবনা

- Advertisement -

Weather Today: ঊর্ধ্বমুখী কলকাতা-সহ জেলাগুলির তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে রাতের তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতি এবারের মতো শীত বিদায়ের ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবারের পাশাপাশি মঙ্গলবারেও বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং-এর কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

   

এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পাশাপাশি আগামী আটচল্লিশ ঘন্টায় হিমালয় সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস দেওয়া না হলেও, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকালের দিকে কুয়াশা থাকবে এবং পরের দিকে আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular