Weather: গরমের মধ্যেও ৫ জেলায় তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

স্বস্তির দিন শেষ রীতিমতো রাজ্যবাসীর, ফের একবার চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে বাংলার পারদ। গরম কাকে বলে ফের একবার নতুন করে যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন…

স্বস্তির দিন শেষ রীতিমতো রাজ্যবাসীর, ফের একবার চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে বাংলার পারদ। গরম কাকে বলে ফের একবার নতুন করে যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাংলার মানুষজন। বৃষ্টি কমতেই হু হু করে বাড়তে শুরু করেছে বাংলার তাপমাত্রা। আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather) জানেন?

হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে যে আগামী ৫ দিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। অর্থাৎ নতুন করে একের পর এক জেলায় সেই ৪০ ডিগ্রি সেলসিয়াস গরমের চোখরাঙানি। আজ উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আজ বুধবার উত্তরবঙ্গের (North Bengal) বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

   

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রূকুটি রয়েছে দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এই জেলাগুলির জন্য ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

এদিকে আগামী শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলার তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। শহর কলকাতার কথা বললে, শহরে আজ বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি বেশি।

এদিকে মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি তৈরি হয়েছে। আর এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হতে চলেছে ‘রিমাল’। কবে এটি মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং কবে এটি কোথায় এবং কখন ল্যান্ডফল করবে সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।