Weather Update: মা দুর্গার বিদায় বেলায় কি আকাশেরও মন ভার?

কলকাতা: রোদঝলমলে দিনে মায়ের আগমন হল সুষ্ঠুভাবেই। কিন্তু অষ্টমীর বিকেল থেকেই আকাশের মুখ ভার। নবমীর সন্ধ্যায় এক পশলা বৃষ্টি মাথায় নিয়েই তিলোত্তমার রাস্তায় নামে মানুষের…

কলকাতা: রোদঝলমলে দিনে মায়ের আগমন হল সুষ্ঠুভাবেই। কিন্তু অষ্টমীর বিকেল থেকেই আকাশের মুখ ভার। নবমীর সন্ধ্যায় এক পশলা বৃষ্টি মাথায় নিয়েই তিলোত্তমার রাস্তায় নামে মানুষের ঢল। তবে আকাশের চোখরাঙানি এবং আবহাওয়ার (Weather) খারাপ পূর্বাভাস থাকলেও মোটের উপর এবছর দুর্গাপুজোয় আবহাওয়া ছিল বেশ মনোরম। কিন্ত দেবী দুর্গার বিদায় বেলায় কি আকাশেরও মন ভার?

Advertisements

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

   

বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনে ভাসতে পারে পশ্চিমবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (IMD)। দক্ষিণবঙ্গে আজ ৬৪.৫ মিমি (ভারী) থেকে ১১৫ মিমি (অতি ভারী) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর ফলে অপেক্ষাকৃত নীচু এলাকাগুলিতে জমতে পারে বৃষ্টির জল। শহরজুড়ে ব্যাহত হতে পারে যানচলাচল, প্রতিমা বিসর্জন। দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর বঙ্গ হুগ্লি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। পাশাপাশি, কলকাতা সহ ঝাড়গ্রাম, হাওড়া, নদীয়া এবং পূর্ব বর্ধমানের সাথে ৭-১১ সেন্টিমিটারের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ উপকূলীয় অঞ্চলেও ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সারাদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ

২ অক্টোবর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে IMD। বন্যাপ্রবণ এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

২ থেকে ৪ অক্টোবরের মধ্যে অপেক্ষাকৃত নীচু এলাকাগুলিতে জল জমা, যানজট এবং আন্ডারপাস এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে IMD। বাসিন্দাদের বৃষ্টিপাতের সময় প্রয়োজন ছাড়া বাইরে বেরতে এবং এলাকার আবহাওয়া সম্পর্কে ওয়াকিবহাল থাকার অনুরোধ করা হচ্ছে।