Weather: মেঘমুক্ত পরিষ্কার আকাশে বাড়ছে গরম

বঙ্গে আপাতত নেই বৃষ্টির কোনও সম্ভাবনা। আকাশ থাকবে পরিষ্কার। ক্রমশই বাড়বে তাপমাত্রা। তার সাথে সাথে বাড়বে গরম। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলায় এখন বসন্ত।…

Weather: মেঘমুক্ত পরিষ্কার আকাশে বাড়ছে গরম

বঙ্গে আপাতত নেই বৃষ্টির কোনও সম্ভাবনা। আকাশ থাকবে পরিষ্কার। ক্রমশই বাড়বে তাপমাত্রা। তার সাথে সাথে বাড়বে গরম। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বাংলায় এখন বসন্ত। কিছুদিন আগেও সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ উপভোগ করতে পারছিল শহরবাসী। কিন্তু এখন তা উধাও। গরম না হলেও সকাল-সন্ধ্যায় ঠান্ডার আমেজ উধাও। বেলা বাড়লেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। আপাতত ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ২৭ শতাংশ, সর্বোচ্চ ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি।

Advertisements

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী চার পাঁচ দিন এমনই চলবে আবহাওয়া। তবে উত্তরবঙ্গে সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ হালকা অনুভূত হবে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে সঙ্গে গরম।

মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিম ভারতে ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহশেষে তার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে। এছাড়া দক্ষিণ-পূর্ব আরব সাগরের কেরালা উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। গুজরাট এবং বাংলাদেশের উপরেও ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।