HomeWest BengalWeather: বাড়ছে তাপমাত্রা, তীব্র গরমের হাত থেকে অব্যহতি নেই বঙ্গবাসীর

Weather: বাড়ছে তাপমাত্রা, তীব্র গরমের হাত থেকে অব্যহতি নেই বঙ্গবাসীর

- Advertisement -

আপাতত গরম চলবে পশ্চিমবঙ্গে। যদিও উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১১ এপ্রিল সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে আকাশ থাকবে পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৫৯ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে। কিন্তু তাপমাত্রা বেশি না থাকায় তা অনুভূত হবে কম।

   

এ বছর এখনও পর্যন্ত ২ টো নিম্নচাপ তৈরি হয়েছিল। কিন্তু তার মধ্যে কোনওটাই পশ্চিমবঙ্গে আসেনি। ছোটনাগপুর মালভূমিতে এ বছর কোনও নিম্নচাপ তৈরি হয়নি। কালবৈশাখীর অন্যতম উৎস ওই অঞ্চলেই। কিন্তু এ বছর খামখেয়ালি আবহাওয়ায় গরম বাড়লেও নিম্নচাপ তৈরি তো করেইনি। সাধারণত মার্চ মাসে পশ্চিমবঙ্গে ৪-৬টা কালবৈশাখী হয়। এপ্রিলেও সংখ্যাটা তেমনই থাকে। কিন্তু মার্চ পেরিয়ে গেল, কোনো কালবৈশাখী নেই। তবে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যে এর প্রভাব পড়বে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular