Weather: অশনির প্রভাবে বদলাচ্ছে বাংলার আবহাওয়া? জেনে নিন

বঙ্গোপসাগরে গর্জন করছে ঘূর্ণিঝড়ের ‘অশনি’ সংকেত। ক্রমে তা মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। পশ্চিমবঙ্গে এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বলে জানিছে আবহাওয়া দফতর। তবে অশনির প্রভাবে বাড়বে বঙ্গের তাপমাত্রা।

শীতের পর থেকে এমনিতেই তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে। ক্রমে আরও তাপমাত্রা বাড়বে বঙ্গের। সঙ্গে বাড়বে অস্বস্তি। অশনির প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ মঙ্গলবার কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা। আর এতেই গুমোট ভাব বাড়বে। পাশাপাশি বাড়বে তাপমাত্রাও। অশনি এখন নিজের দিকে কিছু বাতাস টানছে। কিন্তু যখন এটি তীব্র হবে এবং মায়ানমার উপকূলের কাছাকাছি আসবে, ঝড়টি উত্তর ভারত থেকে উষ্ণ এবং শুষ্ক বাতাস সহ আরও বাতাস টেনে আনবে। সেই বাতাস বাংলার মধ্য দিয়ে যাবে এবং তাপমাত্রার পারদকে উঠবে।

   

তবে দক্ষিণবঙ্গের কোথাও আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ, ন্যূনতম ২০ শতাংশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন