Weather: জল থৈ থৈ আন্দামানের ডাঙা-জমি, সাগর পেরিয়ে আসছে বৃষ্টি

আসছে বৃষ্টি। তবে ধীর গতি। আবহাওয়া (weather) বার্তায় বলা হয়েছে ভারি বর্ষণে জল থৈ থৈ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। সেখান থেকে মেঘের দল মূল ভূখণ্ডের দিকে আসছে।…

আসছে বৃষ্টি। তবে ধীর গতি। আবহাওয়া (weather) বার্তায় বলা হয়েছে ভারি বর্ষণে জল থৈ থৈ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। সেখান থেকে মেঘের দল মূল ভূখণ্ডের দিকে আসছে। তবে ধীর গতি।

Advertisements

তবে জলভরা মেঘ আপাতত আসার কারণে গোটা রাজ্যেই গরম চলবে। আরও পাঁচ দিন তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে।দক্ষিণবঙ্গের ১১টি জেলায় তাপপ্রবাহ সতর্কতা জারি আছে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহ হবে বলে জানানো হয়েছে। সিকিমেও গরম সতর্কতা!

বিজ্ঞাপন

বঙ্গোপসাগর উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা।