Weather: আষাঢ়ের প্রথম দিন… উত্তরে মেঘের ডাক, দক্ষিণে জোলো হাওয়া বইছে

Weather: বাদল দিনে কদম ফুল দুলছে গাছে। আষাঢ় এসেছে। বাংলা মাসের হিসেবে বর্ষাকালের আজ প্রথম দিন – ১ আষাঢ়। এর এক মাস পর শ্রাবণের ধারায়…

Weather: আষাঢ়ের প্রথম দিন... উত্তরে মেঘের ডাক, দক্ষিণে জোলো হাওয়া বইছে

Weather: বাদল দিনে কদম ফুল দুলছে গাছে। আষাঢ় এসেছে। বাংলা মাসের হিসেবে বর্ষাকালের আজ প্রথম দিন – ১ আষাঢ়। এর এক মাস পর শ্রাবণের ধারায় ভিজবে বাংলার প্রকৃতি। ইতিমধ্যেই আবহাওয়া বিভাগ জানিয়েছে তাপপ্রবাহ শেষের পথে। উত্তরে শুরু বৃষ্টি আর দক্ষিণে গরম থাকলেও হাওয়া জোলো।

আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে ১৯ জুন সোমবার পর্যন্ত। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস সতর্কতা আছে।

প্রতিবেশি সিকিমে প্রবল প্রাকৃতিক বিপর্যয় চলছে। বন্যা ও ভূমিধসের কারণে হাজার হাজার পর্যটক আটকে আছেন সে রাজ্যে। গরম থেকে বাঁচতে সিকিমের ঠাণ্ডা হাওয়া খেতে গিয়ে পর্যটকরা এখন ধস-বন্দি অবস্থায়। সিকিমে প্রবল বৃষ্টির মতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলছে।

Advertisements

তবে দক্ষিণবঙ্গে গরম। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী ১৯ জুন থেকে কমতে পারে। এদিন থেকে দক্ষিণে বর্ষা প্রবেশ করবে।