Weather: তীব্র দাবদাহ সপ্তাহ শুরু, ঘূর্ণি ঝড়ও আসছে তেড়ে

Weather: আবহাওয়া বিভাগের সতর্কতা জুন মাসের শুরুর সপ্তাহটি তীব্র দাবদাহের জ্বালা থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। আগামী ২ জুন থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা…

Weather: আবহাওয়া বিভাগের সতর্কতা জুন মাসের শুরুর সপ্তাহটি তীব্র দাবদাহের জ্বালা থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে।

আগামী ২ জুন থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি‌ করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে। চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ।

   

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তাপপ্রবাহের পর পরই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটু ঘূর্ণিঝড়। এটি ভারতীয় উপকূলের দুই রাজ্য পশ্চিমবঙ্গ আর ওড়িশার দিকে মুখ ঘোরাতে পারে এমন সম্ভাবনা প্রবল।

Advertisements

উত্তরবঙ্গে আপাতত তাপপ্রবাহ নেই। কিন্তু জুন মাসের ২ তারিখের পর থেকে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় তিন-চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। কলকাতাতেও তাপমাত্রা বাড়বে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News