কলকাতা: সরস্বতী পুজোর আগেই রাজ্যের আবহাওয়ায় বিরাট বদল৷ শীত কার্যত উধাও৷ আজ, বৃহস্পতিবার আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা বেড়েছে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ আপাতত তিন দিন পারদ উর্ধ্বমুখী থাকবে বলেও পূর্বাভাস৷ অর্থাৎ সরস্বতী পুজোয় শীতল আমেজ একেবারেই গায়েব থাকবে৷ আগামী তিনদিন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে৷ সরস্বতী পুজোতেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে খানিকটা বেশি৷ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে বেড়ে ২৯ ডিগ্রিতে পৌঁছাবে৷ ফলে নতুন করে শীত পরার আর কোনও সম্ভাবনাই নেই৷ বরং বাড়তে থাকবে তাপমাত্রা৷ (weather forecast in Saraswati Puja 2025 )
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? weather forecast in Saraswati Puja 2025
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সরস্বতী পুজোয় সকালের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট দেখা যাবে৷ তবে তাপমাত্রা কমবে না৷ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই৷ রাতের দিকে হালকা শীত অনুভূত হবে৷ তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শীতের বিদায় ঘণ্টা বেজে যাবে বলে আবহবিদদের অনুমান৷
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস৷ আংশিক মেঘলা আকাশ এবং পূবালী হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রার এই বৃদ্ধি৷
কুয়াশার দাপট weather forecast in Saraswati Puja 2025
দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও, বৃষ্টি হবে উত্তরে৷ আজ উত্তরবঙ্গের দুই জেলা- দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে হালকা তুষারপাতও হতে পারে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে৷ দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসবে৷