Weather : আবহাওয়া বদলের আশঙ্কার সঙ্গে শীতের কামড় চলছে

দেশের পূর্ব হোক বা পশ্চিম। সর্বত্র নেমেছে তাপমাত্রা। কমেছে দৃশ্যমানতা। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে আবহাওয়ায় (Weather) বদল আসছে এমন আভাসও ইতিমধ্যে দিয়েছে হাওয়া অফিস।…

weather update kolkata

দেশের পূর্ব হোক বা পশ্চিম। সর্বত্র নেমেছে তাপমাত্রা। কমেছে দৃশ্যমানতা। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে আবহাওয়ায় (Weather) বদল আসছে এমন আভাসও ইতিমধ্যে দিয়েছে হাওয়া অফিস।

Advertisements

২৯ জানুয়ারি দেশের বহু রাজ্যে উল্লেখযোগ্যভাগে পড়েছিল পারদ৷ স্বাভাবিকের থেকে তাপমাত্রা নেমেছিল কিছুটা। পশ্চিমবঙ্গেও হয়েছিল জবুথবু অবস্থা। অসম, মেঘালয়, সিকিম, বিহার, মধ্যপ্রদেশ থেকে উত্তর প্রদেশ, দিল্লি- এক ধাক্কায় কমেছিল তাপমাত্রা। দোসর ঝোড়ো হাওয়া।

বিজ্ঞাপন

৩০ জানুয়ারি তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ার আভাস দিয়েছিলেন আবহাওয়াবিদরা। উত্তর প্রদেশ, বিহার, ওডিশা, এবং দেশের মধ্য অংশে পারদ পতন আজও অব্যাহত থাকবে। পরিস্থিতি কিছুটা মনোরম হতে পারে পূর্বের রাজ্যগুলোতে।

আশংকা করা হচ্ছে সরস্বতী পুজোর দিন ভাসতে পারে বাংলা। আপাতত এ প্রসঙ্গে কোনো আপডেট হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে আবহাওয়া যে বদলানে সে ব্যাপারে একটা আভাস ইতিমিধ্যে মিলেছে। ২ ফেব্রুয়ারি দেশের কোথাও কোনো সতর্কবার্তা দেওয়া না থাকলেও গুজরাটে রয়েছে হলুদ সংকেত। উপকূলে বইতে শুরু করবে ঝোড়ো হাওয়া।