দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা, স্বস্তির বৃষ্টি কোথায়?

কলকাতা: দুই-তিন দিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস রাজ্যবাসী। এর মধ্যেই আজ মঙ্গলবার রাজ্যের আকাশে দেখা দিচ্ছে কালো মেঘের ঘনঘটা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের বেশিরভাগ জেলাতেই…

weather alert west bengal

কলকাতা: দুই-তিন দিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস রাজ্যবাসী। এর মধ্যেই আজ মঙ্গলবার রাজ্যের আকাশে দেখা দিচ্ছে কালো মেঘের ঘনঘটা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের বেশিরভাগ জেলাতেই আজ ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে বলেও সতর্কতা জারি হয়েছে।

   

১৩ জেলায় হলুদ সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের ৮টি জেলা—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান—এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফলে সব জেলাতেই আজ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।

গরমে হাঁসফাঁস, তাপমাত্রা চড়চড়িয়ে বাড়বে weather alert west bengal

গত ২৪ ঘণ্টায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ আচমকা বেড়ে গিয়েছে। ফলে শুধুমাত্র গরম নয়, চরম অস্বস্তিও তৈরি হয়েছে শহর-গ্রাম সর্বত্র। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা আরও বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ ছুঁয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আজ হালকা ঝড়বৃষ্টি হলেও আগামী কয়েকদিন রাজ্যে শুষ্ক গরমের দাপট থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা—ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে—বুধবার থেকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই গরম চলবে অন্তত শনিবার পর্যন্ত।

ফিরছে কি কালবৈশাখী?

আপাতত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ, গরমের কষাঘাতের মাঝে স্বস্তির বার্তা দিতে পারে সপ্তাহান্তের এই বৃষ্টি।

উত্তরবঙ্গে স্থিতিশীল আবহাওয়া

উত্তরবঙ্গে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলেই পূর্বাভাস। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 West Bengal: West Bengal faces intense heat, but today, dark clouds signal thunderstorms. The weather department warns of rain, lightning, and gusty winds at 30-40 km/h across 13 districts. Stay alert as South and North Bengal brace for turbulent weather conditions.

Advertisements