Weather Alert: আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

rain-west-bengal-girl

সোমবার সকালেও সেই বৃষ্টি জারি রয়েছে। কোথাও কোথাও জলও জমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৩৯.১ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এই মুহূর্তে সুষ্পষ্ট নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার ওপরে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় তা আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমের অনেকটা অংশ থেকে বিদায় নিয়েছে। পাশাপাশি আগামী ২-৩ দিনের মধ্যে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিম উত্তর প্রদেশ বাকি অংশ থেকে বিদায় নেবে। এছাড়াও পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বাকি অংশ এবং গুজরাতের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে আগামী ২-৩ দিনের মধ্যে।

   

হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়াতে বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। গাঙ্গেও পশ্চিমবঙ্গে আজ থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে আকাশে মেঘের আনাগোনা জারি থাকবে। এদিকে আজ কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামিকাল এবং পরশু ফের ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনায়।

উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলির উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমেই এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এই আবহে আগামী বুধবার পর্যন্ত কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে বেশ বৃষ্টি হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন