সব নিলাম করে গরিবের টাকা আমরা ফেরত দেব: মহম্মদ সেলিম

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় শাসক তৃ়ণমূল কংগ্রেস ও বিধানসভার বিরোধী দল বিজেপি ছেড়ে বাম শিবিরে (CPIM) যোগদান চলছে। দক্ষিণ ২৪ পরগনায় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর (Kanti Ganguly) নেতৃত্বে বিপুল সংখ্যায় বাম শিবিরে আসার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। এই জেলাতেই ঢোলায় সমাবেশ থেকে শাসক তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান (Md Salim) সেলিম। উপস্থিত ছিলেন কান্তি গাঙ্গুলী।

দক্ষিণ ২৪ পরগনার ঢোলায় সমাবেশের পর সোমবার সিপিআইএম রাজ্য সম্পাদক সেলিমের ফেসবুক পোষ্ট, সব নিলাম করে গরিবের টাকা আমরা ফেরত দেব। এই পোস্টের পর রাজনৈতিক মহল সরগরম। সব নিলাম বলতে সেলিম কী বোঝাতে চেয়েছেন তা নিয়ে বিতর্ক চলছে।

   

বাম শিবিরের দাবি, রাজ্যে গত এক যুগ ধরে তৃ়ণমূল শাসন গরিব মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ধর্মীয় উন্মাদনা তৈরি করে বিজেপিকে জায়গা করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা। রাজ্যে বিগত বাম আমলে গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। পঞ্চায়েতেস্তরে লুঠ শুরু হয় তৃণমূল আমলে। সেই অধিকার ফেরানোর কথা বলেছেন মহম্মদ সেলিম।

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় শাসক শিবির ছেড়ে বাম শিবিরে আসার বিষয়টি নিয়ে চিন্তিত বিজেপি। তবে তাদের দাবি, মানুষ তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পেতে চান। তারা বিজেপির সুশাসনকেই বেছে নেবেন।

সিপিআইএমের দাবি, গত পুরভোটে স্পষ্ট হয়ে গেছে মফস্বল ও গ্রামাঞ্চল লাগোয়া এলাকায় তৃণমূলের প্রধান বিরোধী বামফ্রন্ট।

আর তৃ়ণমূল কংগ্রেসের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবজোয়ার কর্মসূচিতেও ব্যাপক সাড়া পড়ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন