অপেক্ষার অবসান! ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়, দিনক্ষণ জানুন

অপেক্ষার অবসান! উত্তরবঙ্গের পর এবার (WB Weather Update) বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গও। আলিপুর আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণবঙ্গবাসীর জন্য রয়েছে বিরাট সুখবর। আর মাত্র ২৪ ঘণ্টার…

অপেক্ষার অবসান! উত্তরবঙ্গের পর এবার (WB Weather Update) বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গও। আলিপুর আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণবঙ্গবাসীর জন্য রয়েছে বিরাট সুখবর। আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে। 

বুধবার অবশ্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া অস্বস্তিকর থাকবে। দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হবে জনগণ। বেলা বাড়ার সঙ্গে পারদও ঊর্ধ্বমুখী হবে। বিকেলের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে চলেছে। সামান্য ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণের কয়েকটি জেলায়। আর কাল, বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি। শুক্র থেকে বৃষ্টির দাপট বাড়বে।

   

আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি)। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে।

মোদী ৩.০ মন্ত্রিসভার ২৮ মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা! বাংলার ২ জনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

এদিকে আজ, বুধবার বিকেল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতেও একই রকম পরিস্থিতি তৈরী হতে পারে। উত্তরে আগেই বর্ষা ঢুকেছে। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা ক্ষীণ বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

১৩ জুন দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। ১৪ এবং ১৫ জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিরাট উপহার মমতার! এপ্রিল থেকেই ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা

১৪ এবং ১৫ জুন উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে।