WB Weather Update: কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের এই ৪ জেলায়

তীব্র গরমের পর বৃষ্টিতে (Rain) ভিজেছে বাংলা (WB Weather Update)। গত কয়েক দিন ধরে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আজও দক্ষিণবঙ্গের বেশ…

kolkata rain WB Weather Update: কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের এই ৪ জেলায়

তীব্র গরমের পর বৃষ্টিতে (Rain) ভিজেছে বাংলা (WB Weather Update)। গত কয়েক দিন ধরে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এরই মধ্যে বিশেষ বুলেটিন জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাতে জানানো হয়েছে, শীঘ্রই ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের ৪ জেলায়।

এক বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুর ১২ টে ৪০ মিনিট থেকে আগামী দুই-তিন ঘণ্টার মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলা, কলকাতা, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায়। আজ সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা ও উত্তরবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রপাতও হতে পারে।

   

দক্ষিণ ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী এলাকা একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একই সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু পশ্চিমবঙ্গে ঢুকছে। সেই কারণেই আপাতত বাংলায় বর্ষণ চলবে। একই সঙ্গে কালবৈশাখীর দাপটও দেখা যাবে।

হাওয়া অফিস জানিয়েছে, আজ, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই সঙ্গে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের কোথাও কোথাও বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

মৎস্যজীবীদের জন্যও বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪৫-৫৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আর তার ফলে প্রবল জলোচ্ছ্বাসও হতে পারে। সেই কারণে আপাতত কয়েকদিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।