ফের অনিয়ম! SSC-কে দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

WB Teacher Job Irregularities

চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, লিখিত পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া বহু নতুন পরীক্ষার্থী ইন্টারভিউ ডাকে বঞ্চিত হয়েছেন। আবার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা দেখিয়ে অতিরিক্ত ১০ নম্বর পেয়েছেন কয়েক জন, যা নিয়মবহির্ভূত।

Advertisements

মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির দাবি, বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা ছিল, পার্শ্বশিক্ষকদের এই অতিরিক্ত নম্বর প্রযোজ্য নয়। কিন্তু ফলপ্রকাশের পরে দেখা যায়, দু’জন পার্শ্বশিক্ষককে বেআইনি ভাবে ১০ নম্বর দেওয়া হয়েছে।

   

এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, অভিযোগ সত্য হলে ওই দু’জনের চাকরি বাতিল হওয়া উচিত। বিষয়টি খতিয়ে দেখা হবে। এই মামলার পরবর্তী শুনানি ২ ডিসেম্বর।

উত্তরপত্র বদল ও দু’টি সঠিক উত্তর- ন্যায্যতা প্রশ্নের মুখে

চাকরিপ্রার্থীদের আর একাংশের অভিযোগ— একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র বদলের ঘটনা ঘটেছে।

আইনজীবী শুভ্রপ্রকাশ লাহিড়ির সওয়াল, প্রথমে প্রকাশিত প্রাথমিক উত্তরপত্র ও পরবর্তী চূড়ান্ত উত্তরপত্রে কিছু প্রশ্নে দু’টি উত্তরে নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সঠিক উত্তরদাতা এবং ভুল উত্তরদাতা— উভয়ই একই নম্বর পাচ্ছেন, যা প্রতিযোগিতার ন্যায্যতা নষ্ট করছে।

হাই কোর্টের নির্দেশ, কোন প্রশ্নে এবং কেন দু’টি উত্তরে নম্বর দেওয়া হয়েছে— তার বিস্তারিত লিখিত রিপোর্ট দিতে হবে এসএসসিকে। শুনানি ১ ডিসেম্বর।

২০ হাজারের ইন্টারভিউ তালিকায় নতুন বিতর্ক WB Teacher Job Irregularities

এ বছর একাদশ-দ্বাদশ শ্রেণিতে শূন্যপদ ছিল ১২,৪৪৫। কমিশন জানিয়েছে, মোট ২০ হাজার প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে— অর্থাৎ প্রতিটি শূন্যপদের জন্য প্রায় ১৬ জন।

তালিকা প্রকাশ হতেই শুরু হয় তীব্র বিতর্ক—

Advertisements

দীর্ঘদিন আন্দোলন করা বহু প্রার্থীর নাম নেই

৬০-এ ৬০ পাওয়া বহু পরীক্ষার্থীও ডাক পাননি

সুপ্রিম কোর্টের নির্দেশে যাঁদের পরীক্ষায় বসার কথা নয়, তাঁদেরও তালিকায় নাম

আংশিক সময়ের কর্মীরাও অভিজ্ঞতার নম্বর দেখিয়ে সুবিধা পেয়েছেন

এসএসসি দাবি করেছে, সবকিছু নিয়ম মেনেই হয়েছে, তবে আদালতের নির্দেশ অনুযায়ী সব অভিযোগ খতিয়ে দেখা হবে।

West Bengal: Calcutta High Court reviews serious allegations of irregularities in the SSC teacher recruitment process, including illegal marks for experience and answer sheet manipulation.