আজই SSC একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ফল, জানুন কীভাবে দেখবেন রেজাল্ট?

WB SSC Teacher Recruitment Result

অপেক্ষার নিরসন৷ আজ শুক্রবার প্রকাশিত হচ্ছে এসএসসি (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। SSC সূত্রে জানানো হয়েছে, রাত ৮টার পর থেকেই প্রার্থীরা ফল দেখতে পারবেন। ওয়েবসাইট (https://www.westbengalssc.com/) থেকেও ফল জানা যাবে।

কমিশন জানিয়েছে, ফল প্রকাশের আগে ‘মডেল আনসার কি’ প্রকাশ করা হবে। এতে ৩৪টি বিষয়ের চূড়ান্ত উত্তরপত্র থাকবে। পাশাপাশি প্রার্থীদের নাম ও রোল নম্বরও ওয়েবসাইটে আপলোড করা হবে। এই তথ্য ব্যবহার করে পরীক্ষার্থীরা সহজেই নিজের রেজাল্ট চেক করতে পারবেন।

   

পরীক্ষা ও আবেদন সংক্রান্ত তথ্য:

  • পরীক্ষা হয়েছিল ১৪ সেপ্টেম্বর।
  • আবেদন করেছিলেন মোট ২,৪৬,৫৪৩ জন প্রার্থী।
  • শূন্যপদ সংখ্যা: ১২,৫১৪।
  • প্রতি ১০০ শূন্যপদে ডাক পাবেন ১৬০ জন প্রার্থী।

নিয়োগ প্রক্রিয়া ও ইন্টারভিউ: WB SSC Teacher Recruitment Result

ফল প্রকাশের পর একাদশ–দ্বাদশ শ্রেণির প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে। নথি যাচাই হবে কেন্দ্রীয়ভাবে, তবে ইন্টারভিউ আঞ্চলিকভাবে অনুষ্ঠিত হবে। রাজ্যকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব। প্রতিটি অঞ্চলের দায়িত্বে আলাদা অফিসার থাকবেন।

শিক্ষা দফতের এক কর্মকর্তা জানিয়েছেন, “ফল প্রকাশের সঙ্গে সঙ্গে দ্রুত ইন্টারভিউ নেওয়া হবে। তাই এবার কেন্দ্রীয় নয়, আঞ্চলিকভাবে ইন্টারভিউ আয়োজন করা হচ্ছে।”

নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে নজর রয়েছে সুপ্রিম কোর্টের। আদালতের নির্দেশ মেনে প্রতিটি ধাপ সম্পন্ন হচ্ছে। কমিশন চাচ্ছে, একটিও ভুল না হোক, কারণ এই ফল বহু প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে।

চুক্তিভিত্তিক শিক্ষকদের বিশেষ সুবিধা:

রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে, স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকরা অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর অতিরিক্ত পাবেন। এদিকে, ৮ জন প্রার্থী কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কাজ করছেন। তারা দাবি করেছেন, রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মতোই তাঁদেরও অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়া হোক। কমিশন বর্তমানে তাদের নথি যাচাই করছে।

ফল চেক করার ধাপ:

  • ওয়েবসাইটে যান: https://www.westbengalssc.com/
  • ‘Teacher Recruitment Result’ লিঙ্কে ক্লিক করুন।
  • প্রার্থীর নাম ও রোল নম্বর দিয়ে লগইন করুন।
  • ফল দেখুন এবং প্রয়োজন হলে প্রিন্ট বা PDF হিসেবে সংরক্ষণ করুন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন