
কলকাতা: শিক্ষক নিয়োগ নিয়ে বহু প্রতীক্ষার অবসান। শেষমেশ দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বরের দুই রবিবার-৭ ও ১৪ তারিখ (WB SSC Teacher Recruitment)। বৃহস্পতিবার প্রকাশিত কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ওই দুই দিন দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। তবে দৃষ্টিশক্তিহীন পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন।
কমিশনের তরফে জানানো হয়েছে, অক্টোবরের চতুর্থ সপ্তাহে ফলপ্রকাশের পরিকল্পনা রয়েছে। তার পর নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া।
কোটি টাকার দুর্নীতির পর পরীক্ষা ঘিরে নজরদারি তুঙ্গে
নবম-দশম শ্রেণির শিক্ষকতার জন্য এ বার আবেদন করেছেন ৩,২৯,৬৫০ জন। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক হওয়ার লক্ষ্যে আবেদন করেছেন আরও ২,৫৪,০৫০ জন। মোট আবেদনকারীর সংখ্যা ৫,৮৩,৭০০। যার মধ্যে ১৩ হাজারেরও বেশি ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে, ২০১৬ সালের SSC পরীক্ষার নিরিখে এবারে আবেদনকারীর সংখ্যা প্রায় ২.৩ লাখ বেশি। তবে এখনও পর্যন্ত দু’হাজারের কিছু বেশি ‘যোগ্য’ শিক্ষক আবেদন করেছেন।
আবেদন প্রক্রিয়া ও বিতর্ক
এই নিয়োগ পর্বের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছিল ১৬ জুন বিকেল ৫টায়। কিন্তু কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন শুরু হয় সেদিন রাত ১০টার পর। প্রথম দফার আবেদনের শেষ তারিখ ছিল ১৪ জুলাই। পরে সময়সীমা বাড়িয়ে ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত করা হয়।
প্রসঙ্গত, এই নিয়োগ বিজ্ঞপ্তিকে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে নিয়োগ নিয়ে আইনি কোনও বাধা নেই।
পরীক্ষা কেন্দ্র ও নিরাপত্তা নিয়ে বৈঠক
কমিশনের তরফে সূত্রের খবর, পরীক্ষার দিনগুলিতে কেন্দ্রগুলিতে যাতে কোনওরকম অনিয়ম না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে শীঘ্রই উচ্চ পর্যায়ের বৈঠক হবে। নিরাপত্তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে সেখানে।










