ফল প্রকাশ হলেও দেখা গেল না! সারারাত বন্ধ SSC-র ওয়েবসাইট, ক্ষোভে ফুঁসছে চাকরিপ্রার্থীরা

WB SSC Result Website Crash

দীর্ঘ প্রতীক্ষার পর গত সেপ্টেম্বর মাসে অবশেষে হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষা। ৭ অক্টোবর প্রকাশ করা হয় সেই বহুল প্রত্যাশিত ফলাফল। কিন্তু ফল প্রকাশের পরও রাতভর তা দেখতে পারেননি প্রার্থীরা, শনিবার সকাল পর্যন্ত কার্যত অচল রইল এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট।

Advertisements

সাইহার ক্র্যাশ

দুটি নির্ধারিত সাইট— www.westbengalssc.com এবং www.wbsschelpdesk.com , দু’টিই বন্ধ। মূল সাইটে দেখা যাচ্ছে, “site can’t be reached”, অন্য সাইটে বার্তা উঠছে, “Too Many Requests”। অর্থাৎ একসঙ্গে বিপুল সংখ্যক প্রার্থী লগইন করার চেষ্টা করায় সার্ভার ভেঙে পড়েছে।

   

এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। এক পরীক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ইতিহাসে এমন ঘটনা বিরল। ১০০ বছর পর বই পড়ে মানুষ জানবে, ১৪ বছর পর একটা এসএলএসটি পরীক্ষা হয়েছিল, যার রেজাল্ট দেখার জন্য সবাই রাত জেগেছিল!”

ওয়েবসাইট বিভ্রাট নিয়ে সরকারি ব্যাখ্যা মেলেনি WB SSC Result Website Crash

অন্যদিকে চাকরিহারা আন্দোলনকারীদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল লিখেছেন, “সারারাত যারা চেষ্টা করেছ, এবার ঘুমিয়ে নাও। এটা তো শুধু স্কোর বোর্ড। কে ডাক পাবে, তা এখনই জানা যাবে না।”

Advertisements

এসএসসি-র পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ওয়েবসাইট বিভ্রাট নিয়ে কোনও সরকারি ব্যাখ্যা মেলেনি। কমিশন সূত্রে জানা গিয়েছে, নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের মোট পরীক্ষার্থী প্রায় ৫ লক্ষ ২৫ হাজার। এর মধ্যে নবম-দশম স্তরে ২৩,২১২টি পদে নিয়োগ হবে। একাদশ-দ্বাদশ স্তরে সেই সংখ্যা আরও কম।

কারা পাবেন ইন্টারভিউ-এ ডাক পাবেন

চাকরিপ্রার্থীদের একাংশের বক্তব্য, শুধুমাত্র লিখিত পরীক্ষার স্কোর প্রকাশিত হয়েছে। এর সঙ্গে অভিজ্ঞতার নম্বর যোগ হলে তবেই জানা যাবে, কে ইন্টারভিউয়ের ডাক পাবেন। চাকরিহারা মেহবুব মণ্ডলের কথায়, “এটা শুধুই লিখিত পরীক্ষার ফল। এরপর ইন্টারভিউ-র কল আসবে। কিন্তু যারা এত বছর পরও ডাক পাবে না, তাদের ভবিষ্যৎ কোথায়, সেই প্রশ্নের উত্তর আজও অজানা।”