আজ সন্ধ্যাতেই এসএসসি নবম–দশমের ফল

WB SSC 9th-10th Result

এসএসসি নবম–দশম শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল সোমবার প্রকাশ হতে চলেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সন্ধে ৬টার পর ফলাফল আপলোড হবে এসএসসি–র সরকারি ওয়েবসাইটে। গোটা রাজ্যের চাকরিপ্রার্থীদের নজর আজ সেদিকেই।

Advertisements

কারণ, একাদশ–দ্বাদশ পর্যায়ের ফল বেরোলেও যে বিপুল সংখ্যক প্রার্থী ডাক পাননি, তাঁদের ভবিষ্যৎ এখন নির্ভর করছে নবম–দশমের ওপর। অর্থাৎ, আজকের রেজাল্টই নির্ধারণ করতে পারে কার চাকরি থাকবে আর কার স্বপ্ন আবারও ভেঙে পড়বে।

   

২৬ হাজার চাকরি বাতিল — তার পর নতুন পরীক্ষা

দুর্নীতির অভিযোগে নিয়োগ–প্যানেল বাতিলের ঐতিহাসিক নির্দেশ দিয়েছিল কোর্ট। প্রায় ২৬ হাজার নিয়োগ শূন্য ঘোষণার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় নতুন পরীক্ষা নেওয়ার। সেই রায়ের ভিত্তিতেই পুনঃপরীক্ষা হয় নবম–দশমে শিক্ষক নিয়োগের জন্য।

শুধু শিক্ষক নয়—গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রেও নতুন পরীক্ষা নেওয়ার নির্দেশ রয়েছে, এবং কমিশন জানিয়েছে যে সেই পরীক্ষাগুলিও খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে।

অযোগ্য প্রার্থীদের নিয়ে নতুন বিতর্ক ছাপ ফেলেছে মূল্যায়নে WB SSC 9th-10th Result

একাদশ–দ্বাদশের ফল প্রকাশের পরেই বিস্ফোরক অভিযোগ ওঠে—
অযোগ্য প্রার্থীদের কেউ কেউ পরীক্ষায় বসতে পেরেছেন, অথচ প্রকৃত যোগ্যরা ডাক পাননি।

Advertisements

এর পর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে বিচারপতি অমৃতা সিনহা শোনা চলাকালে স্পষ্ট নির্দেশ দেন,
*  অযোগ্য ব্যক্তিরা কারা
* কীভাবে পরীক্ষায় বসতে পারলেন
* কোন পর্যায়ে ত্রুটি ঘটেছে
এসবের সম্পূর্ণ পরিচয় ও প্রমাণসহ রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে।

এই বিতর্কের মধ্যেই আজ নবম–দশমের ফল, ফলে উত্তেজনা তুঙ্গে চাকরিপ্রার্থীদের মধ্যে।

চাকরিপ্রার্থীদের প্রশ্ন, “থাকছি, না বাদ যাচ্ছি?”

অতীতের ঘটনার অভিঘাতে আজকের ফলাফলকে ঘিরে শঙ্কা–উৎকণ্ঠায় প্রার্থীদের মনঃস্তত্ত্ব টানটান।
কারা নিয়োগ–তালিকায় থাকবেন, কারা বাদ পড়বেন — তা স্পষ্ট হয়ে যাবে কয়েক ঘণ্টার মধ্যেই।