WB Primary Teacher Recruitment
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় বহু প্রতীক্ষিত বৃহৎ নিয়োগপর্ব শুরু হল বুধবার থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে—রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার-পৃষ্ঠপোষক প্রাথমিক এবং জুনিয়র বেসিক বিদ্যালয়ে মোট ১৩,৪২১টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। গত কয়েক বছরে শিক্ষক-স্বল্পতার অভিযোগে শিক্ষাব্যবস্থায় যে অবক্ষয়ের চিত্র তৈরি হয়েছিল, নতুন নিয়োগ প্রক্রিয়া সেই শূন্যস্থান পূরণে বড় ভূমিকা নেবে বলেই প্রশাসনের আশা।
অনলাইন আবেদন শুরু, ৯ ডিসেম্বর শেষ তারিখ
১৯ নভেম্বর দুপুর ৩টে থেকে অনলাইন পোর্টালে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। আবেদন করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার রূপরেখা তৈরি আছে, যাতে নতুন শিক্ষকদের নিয়োগ দ্রুত বাস্তবায়িত করা যায়।
কে আবেদন করতে পারবেন? স্পষ্ট করল পর্ষদ WB Primary Teacher Recruitment
এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র TET উত্তীর্ণ প্রার্থীরা। আবেদনযোগ্য চারটি টেট ব্যাচ হলো—২০১৪, ২০১৭, ২০২২ এবং ২০২৩। পর্ষদ জানিয়েছে, রাজ্যজুড়ে শিক্ষার মান ও নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে কঠোর যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে।
সরকার অনুমোদিত এবং সরকার-পৃষ্ঠপোষক প্রাথমিক বিদ্যালয়সহ জুনিয়র বেসিক বিদ্যালয়—সব ক্ষেত্রেই এই নিয়োগ প্রযোজ্য।
জেলার ভিত্তিতে শূন্যপদ
পর্ষদ জানিয়েছে—
দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি শূন্যপদ, ফলে ওই জেলার জন্য প্রতিযোগিতা তীব্র হওয়ার আশঙ্কা।
পূর্ব মেদিনীপুরে সবচেয়ে কম শূন্যপদ, যেখানে আবেদনকারী কম হলেও প্রতিযোগিতা কমবে না বলেই মনে করা হচ্ছে।
ইন্টারভিউয়ে মোট নম্বর ৫০ — বিস্তারিত বিভাজন
নিয়োগব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ইন্টারভিউ। পর্ষদ এবার পুরো নম্বর বিভাজন প্রকাশ করেছে, যাতে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হয়। মোট নম্বর ৫০, যা নিম্নরূপ—
মাধ্যমিকের ফলাফল: ৫ নম্বর
উচ্চমাধ্যমিকের ফলাফল: ১০ নম্বর
এনসিটিই-অনুমোদিত ডিপ্লোমা প্রশিক্ষণ: ১৫ নম্বর
টেট স্কোর: ৫ নম্বর
অতিরিক্ত পাঠক্রম (১০ম/১২শ শ্রেণিতে অর্জিত সাফল্য): ৫ নম্বর
অ্যাপটিটিউড টেস্ট (শিক্ষাদানের মানসিকতা ও দক্ষতা): ৫ নম্বর
ইন্টারভিউ বোর্ডে মৌখিক প্রশ্নোত্তর: ৫ নম্বর
পর্ষদ জানিয়েছে, ইন্টারভিউ বোর্ডে সভাপতিসহ দু’জন সদস্য থাকবেন এবং প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ ভিডিওগ্রাফি করা হবে।
স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা
সাম্প্রতিক বছরগুলিতে নিয়োগ সংক্রান্ত মামলার রেশ এখনও রাজনীতিতে ও আদালতে টানাপোড়েন তৈরি করে চলেছে। সেই প্রেক্ষিতেই এবারের নিয়োগে পর্ষদ চূড়ান্ত স্বচ্ছতার অঙ্গীকার করেছে—
ইন্টারভিউ রুমে ২৪x৭ ভিডিওগ্রাফি
বোর্ডের দেওয়া নম্বর তাৎক্ষণিকভাবে কম্পিউটারে ইনপুট, কাগজপত্র ব্যবহারের কোনও সুযোগ নেই
তিন দফায় নথি যাচাই, যাতে জাল সার্টিফিকেট বা অসত্য তথ্য জমা দেওয়ার পথ বন্ধ থাকে
নম্বর গণনায় কোনও মানবিক ত্রুটি না হয়, সেজন্য ডিজিটাল স্কোরিং সিস্টেম ব্যবহার
পর্ষদের দাবির ভাষায়—“নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নাতীত রাখতে আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত স্বচ্ছতা ও নজরদারির ব্যবস্থা করছি।”
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
১ জানুয়ারি ২০২৫-এর নিরিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
কর্তব্যরত শিক্ষক-শিক্ষিকারা ও প্যারা-টিচাররা নিয়মানুযায়ী সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
নিয়োগ প্রক্রিয়া নিয়ে পর্ষদের বক্তব্য
পর্ষদের শীর্ষকর্তাদের একাংশের বক্তব্য—রাজ্যের প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে এবং ছাত্র-শিক্ষক অনুপাত স্বাভাবিক রাখতে এই বিপুল নিয়োগ অত্যন্ত জরুরি ছিল। দীর্ঘদিন ধরে শূন্যপদ জমা থাকায় চাপ বাড়ছিল বিদ্যমান শিক্ষকদের উপরও।
West Bengal: West Bengal Primary Education Board announces a massive recruitment drive for 13,421 Assistant Teachers, with online applications open until December 9 for all eligible TET-qualified batches. The board promises unprecedented transparency, featuring video-graphed interviews and a 50-mark detailed scoring system to fill critical vacancies.


