WB Police: বাড়ি থেকে অর্ডার করলেই খুন! ভিজিটিং কার্ড ছাপিয়ে ধৃত বুলেট

এক ফোনেই এবার বাড়িতে বসে অর্ডার করে খুন করা যাবে মানুষ। অর্ডার করলেই খেল খতম! ক্যানিংয়ে মানুষ খুন করার অর্ডার নেওয়া নিয়ে কার্ড ছাপিয়ে ধৃত এক যুবক। ঘটনার তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ। এমন অভিনব অপরাধের তদন্তে নেমে রাজ্য পুলিশের (WB Police) চোখ কপালে উঠেছে।

এবার বাড়িতে বসেই অর্ডার করে খুন করা যাবে মানুষ। শত্রুকে বাড়িতে বসে খুন করতে হলে শুধু একটা ফোন কল লাগান আর তাতেই আপনার কাজ হবে। টাকা অনুযায়ী হবে হাফ কিংবা ফুল মার্ডার। এবার মানুষ খুন করার জন্য অর্ডার নেওয়া হয়। মিলল এমনই এক বিজ্ঞাপনের কুপন। গোটা ঘটনাটি জনসম্মুখে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ। ভিজিটিং কার্ডে বড় অক্ষরে লেখা রয়েছে হাফ ও ফুল মার্ডার করা হয়। এমনকি ওই কার্ডে যোগাযোগের জন্য ফোন নম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে ক্যানিং থানার পুলিশ।

   

গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ধর্মতলা গ্রামে চিরুনি তল্লাশি অভিযান চালায় পুলিশ। অভিযুক্ত যুবক বুলেট ওরফে মোরসেলিম মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি থেকে একটি বন্দুক, কার্তুজ ও বেশ কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করেছে পুলিশ। বেআইনি অস্ত্র পাচারের ঘটনায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিল এই বুলেট।

২০২১ সালে ৭ জুলাই গোপালপুর পঞ্চায়েতের বধুকুলার ধর্মতলা গ্রামে খুন হয়েছিল পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি সহ তিনজন। খুনের মূল মাস্টারমাইন্ড রফিকুল সর্দারের ভাগ্নে বুলেট। এই বুলেটের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে, কোথা থেকে ভিজিটিং কার্ড ছাপানো হয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখছে ক্যানিং থানার পুলিশ। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন,”আমরা শুনে নিজেরাই আতঙ্কিত। কারণ এর আগে আমাদের এই এলাকায় তিনটি মার্ডার হয়েছিল। তার সঙ্গে ওরা জড়িত ছিল। আবার নতুন করে ভিজিটিং কার্ড ছাপিয়েছে ওরা মার্ডার করার জন্য। আমরা পুলিশের কাছে জানিয়েছিলাম পরবর্তীতে তারা ওই ব্যক্তিকে অ্যারেস্ট করেছে”।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন